৩১ ডিসেম্বর ২০২৪

শীতে খাবার গরম রাখার সহজ উপায়

ইনসুলেটেড কন্টেইনার ঘণ্টার পর ঘণ্টা খাবার গরম রাখে, কন্টেইনারটি আগে থেকে গরম করে ফুটন্ত পানি দিয়ে কিছুক্ষণ ভরে রাখুন, পানি ফেলে খাবার ভরে দিন

অ্যালুমিনিয়াম ফয়েল তাপ ধরে রাখতে সাহায্য করে, আরও ভালো ফল পেতে ফয়েলে মোড়ানো খাবার একটি কিচেন টাওয়েল দিয়ে মুড়িয়ে নিন

একটি বড় পাত্রে গরম পানি ভরে তার ওপর খাবারের পাত্রটি রেখে দিন, এটি খাবারকে গরম রাখবে কিন্তু অতিরিক্ত রান্না হতে দেবে না

হাতের কাজ কমানোর জন্য স্লো কুকার বা ইলেকট্রিক ওয়ার্মার ব্যবহার করুন

থার্মাল ফুড ব্যাগ শুধু টেকআউটের জন্য নয়, বরং শীতকালের জন্য আদর্শ, খাবার অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে ব্যাগে রাখলে আরও ভালো ফলাফল পাওয়া যাবে