১৯ ডিসেম্বর ২০২৪
যে অভ্যাসে চুল নষ্ট হয়
শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করতে হবে, শ্যাম্পু দেওয়ার পর তেল বেরিয়ে যায়, কন্ডিশনার মাখলে তেল ফিরে আসে
ঘষে ঘষে ভেজা চুল মুছলে ক্ষতি হয়, তোয়ালে দিয়ে আস্তে চাপ দিয়ে পানি বের করলে চুল সুস্থ থাকে
ভেজা চুল আঁচড়ানো যাবে না, শুকিয়ে যাওয়ার পর মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ানো যেতে পারে
ব্লো ড্রায়ার বা হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো যাবে না, প্রাকৃতিক তেল ও আর্দ্রতা হারিয়ে ফেলে চুল শুষ্ক, ভঙ্গুর করে
চুল শক্ত করে বাঁধা বা বেণি করা যাবে না, খুব শক্ত করে বাঁধলে কিংবা বেণি করলে টানের কারণেও চুল পড়তে পারে
ভেজা চুলে ঘুমানো যাবে না, ভেজা অবস্থায় চুল দুর্বল থাকে এমনকি গোড়ায় ছত্রাক সংক্রমণের ঝুঁকি থাকে
পুষ্টিকর খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন, এতে চুল মজবুত ও দ্রুত বাড়তে সহায়ক