০৭ জানুয়ারি ২০২৫

বৈদ্যুতিক গাড়ির প্রতিযোগিতা দেখা যাবে এ বছর

হুন্দাই–এর কিয়া ইভি৯-এর পর এবার আরও আধুনিক মডেল আইওনিক৯ এ বছর বাজারে আসবে। ২৪ মিনিটে এটি চার্জ হবে ১০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত।

বিএমডব্লিউ আই এক্স থ্রি মডেলটি আসবে ২০২৫ সালে। এক চার্জে প্রায় ৫০০ মাইল যেতে পারবে। গাড়িটি হাঙ্গেরিতে উৎপাদিত হবে এবং এই বছরের মাঝামাঝিতে বাজারে আসতে পারে।

বিওয়াইডি ট্যাংগ এল এবং হ্যান এল নামের দুটি মডেল এ বছর বাজারে আসছে। গাড়িগুলোতে উন্নত ড্রাইভিং বৈশিষ্ট্য থাকবে বলে আশা করা যাচ্ছে।

ফেরারি চলতি বছরের শেষের দিকে প্রথম বৈদ্যুতিক গাড়ি বাজারে আনবে। সেটির দাম ৫ লাখ ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

শাওমি এ বছর বাজারে আনতে পারে ওয়াইইউ ৭। গাড়িটি ঘণ্টায় ১৫৭ মাইল চলতে পারবে। ১৯ মিনিটে এর ব্যাটারি ১০ থেকে ৮০ শতাংশ চার্জ হবে। এবং এক চার্জে চলবে ৪০০ থেকে ৪৩৫ মাইল।

এ বছরে বাজারে আসার কথা টেসলার নতুন গাড়ি কিউ। এতে দুটি ব্যাটারি এবং একটি বড় টাচস্ক্রিন ডিসপ্লে থাকবে যা নেভিগেশন সিস্টেম, জলবায়ু নিয়ন্ত্রণ এবং গাড়ির বিভিন্ন সেটিংসসহ প্রয়োজনীয় সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন।