২৯ অক্টোবর ২০২৪

জুমার দিনের বিশেষ ১০ আমল

মেসওয়াক করা।

গোসল করা।

উত্তম পোশাক পরিধান করা।

সুগন্ধি ব্যবহার করা।

আজানের পর বেচাকেনা বন্ধ রাখা।

আগে আগে মসজিদে যাওয়া।

মনোযোগের সঙ্গে খুতবা শোনা।

সুরা কাহাফ তিলাওয়াত করা।

বেশি বেশি দরুদ পাঠ করা।

বেশি বেশি দোয়া করা।