০৩ নভেম্বর ২০২৪
কোরীয় গ্লাস স্কিন পেতে যা করবেন
মুখ ডাবল ক্লিনজিং করুন। প্রথমে ওয়েল বেজড ও পরে ফোম বা জেল ক্লিনজার ব্যবহার করুন।
সপ্তাহে এক-দু’বার ত্বক এক্সফোলিয়েটিং করতে হবে।
টোনার ও এসেন্স ব্যবহার করুণ।
ত্বকের সমস্যা ও ধরন অনুযায়ী সেরাম ব্যবহার করতে হবে।
ত্বক হাইড্রেটেড ও সতেজ রাখতে ময়েশ্চারাইজারের ব্যবহার।
নিয়োমিত সানস্ক্রিনের ব্যবহার।
খাদ্য তালিকায় রাখুন অলিভ অয়েল, অ্যাভোকাডো, বাদাম, সবুজ শাক–সবজি, ফল, গাজর ও টমেটো।
পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।