পার্বত্য অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে রাঙামাটিতে জরুরি সভা করছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। আজ শনিবার দুপুর ১২টার পর রাঙামাটি জেলার সেনানিবাসের প্রান্তিক হলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠকে বসেছেন তাঁরা।
এদিকে গতকাল শুক্রবার রাঙামাটি শহরের সহিংস ঘটনায় এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিবেশ। বহাল রয়েছে ১৪৪ ধারা। বন্ধ রয়েছে দোকানপাট। চলছে না গণপরিবহন। মাঠে রয়েছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। কোথাও কাউকে জড়ো হতে দিচ্ছে না আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী।
মতবিনিময় সভায় উপস্থিত তিন উপদেষ্টা হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
স্থানীয় পুলিশ সূত্র জানায়, খাগড়াছড়ি ও দীঘিনালায় পাহাড়িদের বাড়িঘরে হামলার ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে রাঙামাটিতে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন মিছিল বের করে। এটি বনরুপা বাজারে পৌঁছলে পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় মসজিদে হামলা করা হচ্ছে গুজব ছড়িয়ে পড়লে বাঙালিরা মিছিলে চড়াও হয়। এ সময় দুই পক্ষে সংঘর্ষ হয়।