হোম > সারা দেশ > খুলনা

জঙ্গি ছিনতাই ও পুলিশ হত্যা মামলার আসামিকে হস্তান্তর করল ভারত

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ২১: ৩৮

ময়মনসিংহের ত্রিশালে তিন জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ হত্যা মামলার আসামি রহমতউল্লাহ ওরফে জাহিদ ওরফে বুরহান ওরফে সুরাত আলীকে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। রহমতউল্লাহ ভারতে অনুপ্রবেশের অভিযোগে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে এত দিন কারাগারে ছিলেন।

ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বেনাপোল সীমান্তে ট্রাভেল পারমিটে রহমতউল্লাহকে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় সমুদ্রপথে মৎস্য আহরণের সময় সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়া পাঁচ জেলে এবং কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক এক নারীকেও ফেরত দিয়েছে দেশটির পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ২০১২ সালের ২ এপ্রিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় এবং ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশাল থানায় সন্ত্রাসবিরোধী মামলায় যেসব আসামি ছিলেন, তাঁদের মধ্যে একজন রহমতউল্লাহ। জঙ্গি ছিনতাইয়ে পুলিশ হত্যার ঘটনার পর তিনি পালিয়ে ভারতে চলে যান। পরে সেখানে অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে যান।

ওসি রাসেল মিয়া বলেন, দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে তাঁকে ফেরত আনা হয়েছে। রহমতউল্লাহকে সংশিষ্ট থানায় সোপর্দ করা হবে। এ ছাড়া যে ছয় বাংলাদেশি নাগরিককে ভারতীয় পুলিশ ফেরত দিয়েছে, তাঁদেরকে এনজিওর হাতে তুলে দেওয়া হবে।

পুলিশ সূত্র বলেছে, ২০১২ সালের ২ এপ্রিল ঢাকা-ময়মনসিংহ সড়কে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানে গুলি ও বোমা হামলা চালিয়ে তিন জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যান তাঁদের সহযোগীরা। এ সময় সন্ত্রাসীদের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন এক উপপরিদর্শকসহ (এসআই) দুই পুলিশ সদস্য। ছিনিয়ে নেওয়া তিনজনই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

লক্ষ্মীপুরে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৯

অমর একুশে বইমেলা: স্টল বরাদ্দ নিয়ে বিভক্তি

পর্যটন মৌসুম শেষের পথে দেখা নেই বিশেষ ট্রেনের

নদীর জমি দখল, হচ্ছে বিক্রিও