হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী নগর আ.লীগের সম্পাদক ডাবলু সরকার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৮: ৫৯
আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ১০: ৫৭

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে নওগাঁ সদর উপজেলার দক্ষিণপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৫-এর একটি দল। 

র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর জানান, শুক্রবার রাতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করে। ডাবলু সরকারের নামে ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। 

ফিরোজ কবীর আরও জানান, শুক্রবার রাতে ডাবলু সরকারকে র‍্যাব ক্যাম্পে রাখা হয়। হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা রয়েছে।

১৭৫ হেক্টরে আবাদ অনিশ্চিত

তিতাস দখল ঘেরে, নদ হয়েছে খাল

নকশা না মেনে একের পর এক উঠছে ভবন

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত