ময়মনসিংহের নান্দাইলে চেয়ারম্যান পদপ্রার্থীর লিফলেট বিতরণ করতে গিয়ে মো. মুরাদ হাসান ভূঁইয়া (১৮) খুনের ঘটনায় সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার মধ্যরাতে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম মুরাদ মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। তিনি নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আবুল মুনসুরের ছেলে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শনিবার রাতে নিহত মো. মুরাদ হাসান ভূঁইয়ার বাবা তফাজ্জল হোসেন ভূঁইয়া বাদী হয়ে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও কলেজ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন ৷
গত ৩১ মে (শুক্রবার) রাত ৯টার দিকে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার নির্বাচনী লিফলেট বিতরণ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুরাদ হাসান ভূঁইয়া নিহত হয়। এ ঘটনায় শনিবার বিকেল সাড়ে ৫টায় চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে মুরাদ হাসান ভূঁইয়ার জানাজা শেষে লাশ দাফন করা হয়।