বিশ্ব পানি দিবস আজ
পাহাড়ি ঝিরি ও ছড়ায় বালু সরিয়ে গর্ত থেকে পানি তুলছিলেন জোসনা বেগম (৪০)। জিজ্ঞেস করতেই আক্ষেপ নিয়ে বললেন, ‘আমগো দুঃখ দেহার তো কেউ নাই। কতজন কত কথাই তো কইলো। কত ফডো (ছবি) তুইল্লা নিল, কেউ আর ভালা (বিশুদ্ধ) পানির ব্যবস্থা কইরা দিবার পাইলো না। এই পানি খাইয়া বাঁইচা আছি। আপনারা পারবেন এমন পানি খাইবার?’
চাঁদা না পেয়ে নেত্রকোনার মোহনগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় যুবদল নেতা ফয়সাল আহমেদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। আজ শুক্রবার মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধানখেতে জেনারেটরের তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী পূর্ব সমশ্চুড়া গ্রামে গুচ্ছগ্রামসংলগ্ন পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে জেনারেটর স্থাপনকারী জিয়াউর রহমানকে আটক করেছে পুলিশ।
জামালপুরের ইসলামপুরে ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কর্মসূচি টিআর-কাবিখা-কাবিটার কাজ শুরু করার আগেই প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেছে। ১৫ মার্চ প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়।
১২ দিন পর নেত্রকোনার কেন্দুয়ায় অপহৃত এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে ওই কিশোরী। পরে পুলিশ তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করে।
নেত্রকোনা শহরে ইজিবাইক থামানোর জেরে ট্রাফিক পুলিশের এক সদস্যের ওপর চালক হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শহরের মোক্তারপাড়া সেতুর দক্ষিণ পাশে ট্রাফিক বক্সের সামনে গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে অভিযুক্ত চালক মাহাবুব রহমানকে (২৫) গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।
নেত্রকোনার আটপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে হামলায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার ব্যক্তি। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে সেহরি রান্নার সময় উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে এ হামলা হয়। নিহত নুরজাহান বেগম ওই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
নেত্রকোনার দুর্গাপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শওকত মিয়া (২৭) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় তাঁর ব্যাগে থাকা নগদ সাড়ে ৫ লাখ টাকা ও ১৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুরের সাদামাটির পাহাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক এ এম এফ আজিজুল ইসলাম পিকুলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
নেত্রকোনার মদনে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ শিশু দুটিকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় নির্যাতিত শিশুর চাচা মদন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
নান্দাইলে বিএনপির ইফতার আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ ব্যক্তি আহত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে তাঁরা (আরসার সদস্যরা) সঙ্গবদ্ধ হয়ে পরিকল্পনা করছিলেন। আসামিদের নারায়ণগঞ্জে নেওয়া হয়েছে। তাঁদের ময়মনসিংহ এনে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।’
ময়মনসিংহ গফরগাঁওয়ে মাটি কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মেহেদি হাসান রাকিব (২৩) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের তললী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেহেদি ওই গ্রামের মজিবর রহমানের ছেলে।
জামালপুরের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মো. সাইফুল্লাহ সাইফের বিরুদ্ধে আওয়ামী লীগের পদধারী নেতাদের গ্রেপ্তার না করার অভিযোগ তুলেছেন যুবদল নেতা হামিদুর রহমান মলিন। তিনি ইসলামপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে আছেন।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বালু তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মেহেদি হাসান রাকিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৭ মার্চ) রাতে উপজেলার পাগলা থানা এলাকার তললীগ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিব ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।
নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র চলছে দাবি করে মানববন্ধন করেছেন শিক্ষক–শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। আজ সোমবার সদর হাসপাতাল প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ নগরীতে গভীর রাতে এক ফ্ল্যাটে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র্যাব। বাহিনীর কর্মকর্তাদের দাবি, আটক ব্যক্তিরা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর নতুন বাজার মোড়ের বহুতল ভবন গার্ডেন সিটির ১০ তলার ‘এ’ ব্লক...