বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যেখানে শেখ হাসিনার দুটি পাসপোর্ট বাতিল করা হয়েছে, সেখানে ভারত নতুন করে খুনি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের মানুষকে হতাশ করেছে।’
আজ বৃহস্পতিবার ঢাকার দোহারের জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশ থেকে ২৮ শ কোটি টাকা লুটপাট করেছেন। এই টাকা সব জনগণের টাকা। শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সংগীতশিল্পী বেবী নাজনীন বলেন, ‘শহীদ জিয়াউর রহমান একজন আদর্শবান মানুষ ছিলেন। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের মানুষকে উজ্জীবিত করেছেন। আজ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আবারও নতুন বাংলাদেশ গঠন হবে।’
প্রধান বক্তা ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, ‘গত ১৭ বছর দেশের মানুষ শান্তিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কোনো মিছিল–মিটিং করতে পারেনি। আজ দেশ স্বাধীন হয়েছে, তাই বর্তমান সরকার কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন। গণতান্ত্রিক সরকার দেশ বাকি সংস্কার করবে।’
কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভূঁইয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবদলের সহসভাপতি আবুল হাসেম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য সংগীতশিল্পীরা অংশ নেন।