চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়েছে দুনীতি দমন কমিশন (দুদক)। এ সময় কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করে দুদকের তিন সদস্যের একটি দল।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বিমানবন্দরে অভিযান চালানো হয়। এ সময় জিজ্ঞাসাবাদ করা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছিলেন বিমানবন্দরের সহকারী পরিচালক (নিরাপত্তা এভসেক) নজরুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেইনটেন্যান্স (ইএম) শাখার মেকানিক দেবপ্রিয় সিংহ, সহকারী অপারেটর মো. ইউনুছ ও হেলপার ফিরোজ।
অভিযানের সময় দুদক দলের নেতৃত্ব দেন দুদক-১ চট্টগ্রামের সহকারী পরিচালক মো. এমরান হোসেন।
বিমানবন্দর সূত্র জানায়, দুদক একটি সরকারি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বিষয়ে খোঁজখবর নিয়েছে। এ ছাড়া বিমানবন্দরের কেনাকাটার বিভিন্ন নথির খোঁজখবর নেয়। বিমানবন্দরের কর্মকর্তারা দুদকের অভিযানের কথা স্বীকার করেন।