ব্রাহ্মণপাড়ায় গরুর শিং, লাথি ও ধারালো ছুরির আঘাতে আহত ১০

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৪, ১৫: ৪৮

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন উপলক্ষে পশু কোরবানির সময় গরুর শিংয়ের আঘাত, লাথি ও ধারালো ছুরির অঘাতে ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার ঈদুল আজহার নামাজের পর পশু কোরবানি করতে গিয়ে তাঁরা আহত হন। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন সেখানকার চিকিৎসক শঙ্খজিৎ সমাজপতি। 
 
আহতেরা হলেন উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা এলাকার মো. জাকির হোসেন (২৯), একই এলাকার মো. আরিফ (১৫), বালিনা এলাকার মো. সাফায়েত (১১), শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকার মো. ইমন (২২), সাজঘর এলাকার মো. মহিবুল্লাহ (৪০), শিদলাই ইউনিয়ন শিদলাই এলাকার মো. সোলাইমান (৪৫), পূর্ব পুমকাড়া এলাকার শহিদুল ইসলাম (৩৫), ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর এলাকার খায়রুল ইসলাম (৩৫), মহালক্ষীপাড়া এলাকার মো. আল আমিন (৩০) ও চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া এলাকার মো. নাঈম (১৭)। 
 
তাঁদের মধ্যে আহত সোলাইমানকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। 
 
চিকিৎসক শঙ্খজিৎ সমাজপতি জানান, সোমবার ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত পশু কোরবানি করার সময় উপজেলার বিভিন্ন এলাকায় শিংয়ের আঘাত, লাথি ও মাংস কাটাকাটির সময় ধারালো ছুরির আঘাতে ১০ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়েছেন। 
 
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, কোরবানির পশু জবাইয়ের সময় উপজেলার বিভিন্ন এলাকায় পশুর আঘাতে ও পশুর মাংস কাটার সময় ধারালো ছুরির আঘাতে ১০ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। তবে এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন দলের ফাহাদকে নিজ গ্রামে সংবর্ধনা

ঘনকুয়াশায় লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে বন্ধের ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

লাইটার জাহাজে পণ্য পরিবহন: সিরিয়াল সিস্টেমে বছরে ১২০০ কোটি চাঁদাবাজি

টাকার জন্য ইউপি সদস্য আরিফকে অপহরণ করে হত্যা: পিবিআই