হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানচালক নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ১৪: ৪৭
আপডেট: ১৪ জুন ২০২৪, ১৫: ৩১

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানচালক বাহাদুর মিয়া (৩২) নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত বাহাদুর মিয়া নোয়াখালীর সুবর্ণপুর উপজেলার চরভাঙ্গা গ্রামের মৃত মিরাজ মিয়ার ছেলে। দুর্ঘটনায় তাঁর মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় ঢাকামুখী দ্রুতগামী কাভার্ড ভ্যান আজ সকালে সামনের চলন্ত অজ্ঞাতনামা গাড়িকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক বাহাদুর মিয়া ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করেন। 

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দ ও লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

চট্টগ্রাম বন্দরে অবৈধ টার্মিনাল: আ.লীগের দখলমুক্ত হয়ে বিএনপি নেতার কবজায়

জুয়ার টাকা জোগাতে চুরি, দেখে ফেলায় বয়স্ক গৃহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

থাইল্যান্ডে অপহরণের শিকার চট্টগ্রামের ৫ যুবক

হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’