হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় স্ত্রীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ২০: ৪৮
আপডেট: ০৭ জুন ২০২৪, ২১: ১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচরে এ দুর্ঘটনা ঘটে। 

ময়নামতি হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত ফেরদৌসি বেগম (৪৫) কুমিল্লা সদর উপজেলার চাঁনপুর এলাকার মো. দুলাল মিয়ার স্ত্রী। 

নিহতের স্বামী মো. দুলাল মিয়া বলেন, সকালে গ্রামের বাড়ি চান্দিনা উপজেলার জাফরাবাদ একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে শহরতলির চাঁনপুরের বাসার দিকে রওনা করেন। পথিমধ্যে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরের কাছে এসে সামনে গাড়ি দেখে ব্রেক কষলে স্ত্রী বাইক থেকে ছিটকে পড়েন। এ সময় পেছনে থাকা একটি ট্রাক তাঁর স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ফেরদৌসি বেগম নিহত হন। 

ময়নামতি হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইকবাল বাহার বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

চট্টগ্রাম বন্দরে অবৈধ টার্মিনাল: আ.লীগের দখলমুক্ত হয়ে বিএনপি নেতার কবজায়

জুয়ার টাকা জোগাতে চুরি, দেখে ফেলায় বয়স্ক গৃহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

থাইল্যান্ডে অপহরণের শিকার চট্টগ্রামের ৫ যুবক

হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’