হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান খাদে, চালক নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ১১: ৩৭
আপডেট: ০৩ জুলাই ২০২৪, ১১: ৩৭

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান উল্টে খাদে পড়ে গেলে এর চালক মো. মেহেদী হাসান (৩০) নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মেহেদী হাসান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। 

মো. মেহেদী হাসান নড়াইল জেলার লোহাগড়া থানার শুলটিয়া গ্রামের পশ্চিম পাড়ার মো. ইলিয়াছ শেখ ও রেহানা বেগমের ছেলে। 

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মেহেদী হাসান সুজন বলেন, মহাসড়কের নোয়াবাজার এলাকায় বুধবার সকাল সাড়ে আটটায় ঢাকামুখী দ্রুতগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে কাভার্ডভ্যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে চালক মো. মেহেদী হাসান নিহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে। 
 
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক মো. ফারুক বলেন, ‘লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে’।

চট্টগ্রামে শিকলবাহা খালে জেলের জালে মর্টার শেল

ধানখেতের বেড়ায় বিদ্যুতায়িত হয়ে মা হাতির মৃত্যু

লামায় লাউখেত পাহারা দেওয়ার সময় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

আন্দোলনে প্রকাশ্যে গুলি করা ছাত্রলীগ নেতা বিমানবন্দরে গ্রেপ্তার