আন্দোলনে প্রকাশ্যে গুলি করা ছাত্রলীগ নেতা বিমানবন্দরে গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১৯: ৪৮
Thumbnail image
৪ আগস্ট শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়েন শাহীন আলম। ছবি: স্ক্রিনশট

লক্ষ্মীপুরে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করা ছাত্রলীগ নেতা শাহীন আলম গ্রেপ্তার হয়েছেন।

গতকাল সোমবার রাত ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর সদর থানায় চার শিক্ষার্থী হত্যা মামলায় শাহীনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শাহীন আলম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করেন শাহীন আলম। সেই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাহীন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন শাহীন। গতকাল রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। চার শিক্ষার্থী হত্যা মামলায় শাহীনের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান ওসি।

উল্লেখ্য, ৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে নির্বিচারে গুলি ছোড়েন শাহীন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে আত্মগোপনে চলে যান তিনি। ওই দিন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় ‍দুই শতাধিক ছাত্র–জনতা গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত তিন শ জন। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা হয়। এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা–কর্মীকে আসামি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত