ফেনীর সাবেক এমপি রহিম উল্লাহ ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১৮: ৩৯

ফেনীর সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হাজী রহিম উল্লাহকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। তাকে গত আগস্টের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

আজ শনিবার দুপুরে তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে র‍্যাব-২ এর সদস্যরা। গ্রেপ্তার রহিম উল্লাহ ২০১৪ সালে ফেনী–৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি। 

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ও মুখপাত্র মুনীম ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট ফেনীতে টমটম চালক জাফর আহাম্মদকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় তার স্ত্রী একটি হত্যা মামলা করেন। ওই মামলায় রহিম উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনী শহরের পুরাতন কারাগারের সামনে আ. লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা টমটম চালক জাফর আহমদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। নিহতের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর। 

এই ঘটনায় তার স্ত্রী আছিয়া বেগম বাদী হয় গত ৪ সেপ্টেম্বর ২০৫ জনের নাম উল্লেখ করে এবং ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী সদর থানায় একটি মামলা করেন। ওই মামলায় রহিম উল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে। র‍্যাব তাকে ফেনী জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

তিন চাকার স্কুল ভ্যান: স্কুলের পথে ঝুঁকির যাত্রা

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

ফরিদপুরে সাংবাদিকের বাবা-মাসহ তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা

তরুণীকে ‘ধর্ষণের’ পর মারধর, ভিডিও ধারণ, আটক ৬