পোশাক খাতে পরিস্থিতি স্বাভাবিক, কেবল সাভার-আশুলিয়ায় ১টি কারখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১২: ১৩

সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা মেট্রোপলিটন এলাকার পোশাক কারখানাগুলোর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কেবল তিনটি কারখানায় ছোটখাটো সমস্যার খবর পাওয়া গেছে। এদিকে সাভার-আশুলিয়া এলাকায় ধারা ১৩/১ এ একটি কারখানা বন্ধ রয়েছে। আজ সোমবার আটটার দিকে দেশের পোশাক কারখানার এই চিত্র পাওয়া যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, গাজীপুর এলাকার ৮৭১টি কারখানার মধ্যে সবগুলোই খোলা আছে। অর্থাৎ কারখানা খোলা থাকার হার শতভাগ। তেমনি নারায়ণগঞ্জ এবং ঢাকা মেট্রোপলিটন এলাকারও শতভাগ কারখানা খোলা আছে। 

এদিকে সাভার-আশুলিয়ার ৪০১টি কারখানার মধ্যে ৪০০টি খোলা আছে। অর্থাৎ এখানকার ৯৯ দশমিক ৭৬ শতাংশ কারখানা খোলা আছে। এই এলাকায়  ১৩/১ ধারায় একটি মাত্র কারখানা বন্ধ আছে।

শ্রম আইন-২০০৬ এর ১৩ (১) ধারাতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিক ওই শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন। এ ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকেরা মজুরি পাবেন না।

তিন চাকার স্কুল ভ্যান: স্কুলের পথে ঝুঁকির যাত্রা

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

ফরিদপুরে সাংবাদিকের বাবা-মাসহ তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা

তরুণীকে ‘ধর্ষণের’ পর মারধর, ভিডিও ধারণ, আটক ৬