রাজধানীর যাত্রাবাড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ২৩: ৫৩
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইল এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪৫) এক নারী মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ি মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম রোডে ঘটনাটি ঘটে। তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে যাত্রাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভোর সাড়ে ৪টার দিকে মরদেহ উদ্ধার করে। আজ শুক্রবার দুপুড়ে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতরাত সাড়ে ৩টার দিকে ওই অজ্ঞাত নারী মাতুয়াইল ইউটার্ন এর পাশে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগামী কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, ওই নারীর পরিচয় পাওয়া সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার দুপুড়ে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বদ্ধ ঘরের মেঝেতে শিশুসহ ২ শ্রমিকের লাশ, পাশে কীটনাশকের খোলা প্যাকেট ও আধখাওয়া রুটি

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ

তিন চাকার স্কুল ভ্যান: স্কুলের পথে ঝুঁকির যাত্রা