টঙ্গীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ২৩: ৫০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরের টঙ্গীতে ছাত্রদের ওপর গুলি বর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে টিটুকে টঙ্গীর পাগাড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃতের নাম মামুনুর রশিদ টিটু (৩৫)। সে গাজীপুর মহানগরীর ৪৩ নম্বর ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির পদে রয়েছেন। টিটু টঙ্গীর পাগার এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। 

পুলিশ জানায়, গত ২০ জুলাই টঙ্গীর কলেজগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে আন্দোলনরত ছাত্র নয়ন হোসেন (২০) পায়ে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আহত নয়নের বাবা জাকির হোসেন ৭৯ জনের নাম উল্লেখ করে শনাক্ত আরও ১০০ জনকে ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে গত ১৮ আগস্ট টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন। এই মামলায় সন্দেহজনক আসামি হিসেবে পুলিশ যুবলীগ নেতা টিটুকে গ্রেপ্তার করে। 

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মামুনুর রশীদ যুবলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন চাকার স্কুল ভ্যান: স্কুলের পথে ঝুঁকির যাত্রা

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

ফরিদপুরে সাংবাদিকের বাবা-মাসহ তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা

তরুণীকে ‘ধর্ষণের’ পর মারধর, ভিডিও ধারণ, আটক ৬