হোম > সারা দেশ > ঢাকা

পুরানা পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৩: ০৫
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ১৩: ০৫
ভবনটির দ্বিতীয় তলার একটি ল’ চেম্বারে এই অগ্নিকাণ্ড ঘটেছে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর পুরানা পল্টনে চারতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এক ঘণ্টার মধ্যে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন অগ্নিনির্বাপণ কর্মীরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ সকাল ৯টা ১৭ মিনিটে পুরানা পল্টনে মানিকগঞ্জ হাউজ নামের ভবনটির দ্বিতীয় তলার একটি ল চেম্বারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সকাল ৯টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাথমিকভাবে তা-ও জানা যায়নি।

অগ্নিকাণ্ডে উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়েছে।

তাবলিগের দুই পক্ষের সংঘর্ষের মামলায় সাদপন্থী ২৩ জনের আগাম জামিন

সচিবালয়ে শিক্ষার্থী-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, তদন্তে ৩ সদস্যের কমিটি ডিএমপির

‘প্রোক্লেমেশন ঘোষণা না হলে শহীদ ও আহতদের পরিবার নিরাপত্তাঝুঁকিতে পড়বে’

মৃত নারীকে আইসিইউতে রেখে বিল বাড়ানোর অভিযোগ শিন-শিন জাপান হাসপাতালের বিরুদ্ধে