ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট প্রশিক্ষণার্থী চিকিৎসকেরা। আজ রোববার বেলা ১১টা থেকে জড়ো হয়ে একপর্যায়ে তাঁরা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন।
অবরোধের ফলে কাঁটাবন-মিরপুর-ফার্মগেট-মতিঝিলগামী কোনো বাস চলাচল করতে পারছে না। যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছাতে দেখা যায়।
একই দাবিতে প্রশিক্ষণার্থী চিকিৎসকেরা গত ২২ ডিসেম্বরও শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছিলেন। তখন ভাতা ৫ হাজার টাকা বাড়ানো হয়। আন্দোলনকারী এক প্রশিক্ষণার্থী চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দাবি নিয়ে এসেছি, দাবি আদায় করে আমরা মাঠ ছাড়ব। আমাদের সঙ্গে প্রহসন মেনে নেব না। অবিলম্বে আমাদের ভাতা ৫০ হাজার টাকা করতে হবে।’
অবরোধ ও যান চলাচল বন্ধের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘ট্রেইনি চিকিৎসকেরা রাস্তায় শাহবাগ মোড়ের রাস্তায় নেমে এলে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা বিষয়টি নজরে রাখছি।’
ট্রেইনি চিকিৎসকেরা ভাতা বাড়াতে ২১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। দাবি মেনে নেওয়া না হলে ১৩ হাজার পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট প্রশিক্ষণার্থী চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন। পরে প্রজ্ঞাপন দেওয়া না হলে ২২ ডিসেম্বর চিকিৎসকেরা শাহবাগ মোড় অবরোধ করলে সরকার ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার করার ঘোষণা দেয়। চিকিৎসকেরা সেটা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ শাহবাগ মোড় অবরোধ করেন তাঁরা।