নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্গানোগ্রামে না থাকা দুটি ‘পরিচালক’ পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়ার অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার কমিশনের সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলা দায়েরের এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
আক্তার হোসেন বলেন, ঢাকা ওয়াসার অর্গানোগ্রামে না থাকা পরিচালক (উন্নয়ন) ও পরিচালক (কারিগর) পদ সৃজন করে দুজনকে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে বেতন-ভাতা বাবদ সরকারের ১ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করেন তাকসিম এ খানসহ সংশ্লিষ্টরা।
যাঁদের নিয়োগ দেওয়া হয়, তাঁরা হলেন পরিচালক (উন্নয়ন) মো. আবুল কাসেম ও পরিচালক (কারিগর) এ কে এম সহিদ উদ্দিন। ওয়াসার ২৫২তম বোর্ড সভায় তাঁদের নিয়োগ দেওয়া হয়।
অন্য আসামিরা হলেন সংস্থাটির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী মো. হাবিবুর রহমান, এমডি তাকসিম এ খান, অতিরিক্ত সচিব (অবসর) সুধাংশু শেখর বিশ্বাস, এফসিএ ভাইস প্রেসিডেন্ট মু. মাহমুদ হোসেন, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রতিনিধি প্রকৌশলী মো. নুরুজ্জামান, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি প্রকৌশলী এ কে এম হামিদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসন-১২-এর কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাসিবুর রহমান মানিক।
নিয়োগপ্রাপ্ত দুজন পরিচালক অবৈধভাবে নিয়োগ পেয়ে সুবিধাভোগী হিসেবে ২০১৮ সালের ৪ এপ্রিল থেকে ২০২২ সালের আগস্ট পর্যন্ত ১ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
২০২৩ সালের এপ্রিলে তাকসিমসহ অন্যদের নামে মামলা দায়েরের জন্য কমিশনের কাছে সুপারিশ করলেও অনুমোদন মেলেনি মঈনউদ্দীন আবদুল্লাহর নেতৃত্বাধীন কমিশন থেকে। ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের পর মামলা করে কমিশন।
ওয়াসার এমডি তাকসিম এ খানসহ অন্যদের বিরুদ্ধে সংস্থাটির পদ্মা জশলদিয়া প্রকল্পে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা, গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পে ১ হাজার কোটি টাকা, দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পে ১ হাজার কোটি টাকা, গুলশান বারিধারা লেক দূষণ প্রকল্পে ৫০ কোটি টাকার অনিয়ম-দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে দুদকে।
এ ছাড়া প্রকল্প ব্যয় বাড়ানো, ঠিকাদার নিয়োগে সিন্ডিকেট, ঘুষ লেনদেন, পছন্দের লোককে চুক্তিভিত্তিক নিয়োগ, অপছন্দের লোককে ওএসডি করা, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ নানা অভিযোগ রয়েছে ওয়াসার এমডিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান প্রকৌশলী তাকসিম এ খান। একই পদে তাঁকে সাতবার চুক্তিভিত্তিক নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। গত ৫ আগস্টের সরকার পতনের পরেও নিজ পদে বহাল ছিলেন তিনি।
অর্গানোগ্রামে না থাকা দুটি ‘পরিচালক’ পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়ার অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার কমিশনের সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলা দায়েরের এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
আক্তার হোসেন বলেন, ঢাকা ওয়াসার অর্গানোগ্রামে না থাকা পরিচালক (উন্নয়ন) ও পরিচালক (কারিগর) পদ সৃজন করে দুজনকে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে বেতন-ভাতা বাবদ সরকারের ১ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করেন তাকসিম এ খানসহ সংশ্লিষ্টরা।
যাঁদের নিয়োগ দেওয়া হয়, তাঁরা হলেন পরিচালক (উন্নয়ন) মো. আবুল কাসেম ও পরিচালক (কারিগর) এ কে এম সহিদ উদ্দিন। ওয়াসার ২৫২তম বোর্ড সভায় তাঁদের নিয়োগ দেওয়া হয়।
অন্য আসামিরা হলেন সংস্থাটির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী মো. হাবিবুর রহমান, এমডি তাকসিম এ খান, অতিরিক্ত সচিব (অবসর) সুধাংশু শেখর বিশ্বাস, এফসিএ ভাইস প্রেসিডেন্ট মু. মাহমুদ হোসেন, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রতিনিধি প্রকৌশলী মো. নুরুজ্জামান, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি প্রকৌশলী এ কে এম হামিদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসন-১২-এর কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাসিবুর রহমান মানিক।
নিয়োগপ্রাপ্ত দুজন পরিচালক অবৈধভাবে নিয়োগ পেয়ে সুবিধাভোগী হিসেবে ২০১৮ সালের ৪ এপ্রিল থেকে ২০২২ সালের আগস্ট পর্যন্ত ১ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
২০২৩ সালের এপ্রিলে তাকসিমসহ অন্যদের নামে মামলা দায়েরের জন্য কমিশনের কাছে সুপারিশ করলেও অনুমোদন মেলেনি মঈনউদ্দীন আবদুল্লাহর নেতৃত্বাধীন কমিশন থেকে। ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের পর মামলা করে কমিশন।
ওয়াসার এমডি তাকসিম এ খানসহ অন্যদের বিরুদ্ধে সংস্থাটির পদ্মা জশলদিয়া প্রকল্পে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা, গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পে ১ হাজার কোটি টাকা, দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পে ১ হাজার কোটি টাকা, গুলশান বারিধারা লেক দূষণ প্রকল্পে ৫০ কোটি টাকার অনিয়ম-দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে দুদকে।
এ ছাড়া প্রকল্প ব্যয় বাড়ানো, ঠিকাদার নিয়োগে সিন্ডিকেট, ঘুষ লেনদেন, পছন্দের লোককে চুক্তিভিত্তিক নিয়োগ, অপছন্দের লোককে ওএসডি করা, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ নানা অভিযোগ রয়েছে ওয়াসার এমডিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান প্রকৌশলী তাকসিম এ খান। একই পদে তাঁকে সাতবার চুক্তিভিত্তিক নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। গত ৫ আগস্টের সরকার পতনের পরেও নিজ পদে বহাল ছিলেন তিনি।
পাবনার সাঁথিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে মহিদুল ইসলাম মহিদ (২৪) নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু তাওহিদ (২৫)। গতকাল বুধবার রাতে উপজেলার আতাইকুলা-ডেমড়া সড়কের ভবানীপুর তালতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগেপিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক মামলার বিচারের জন্য আদালত বসার কথা ছিল রাজধানীর বকশি বাজারের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠের পাশে তৈরি করা অস্থায়ী ভবনে। তবে ভোর রাতেই আগুনে পুড়ে গেছে আদালতের এজলাস কক্ষ...
১০ মিনিট আগেদেড় বছর আগে ছাত্রলীগ-যুবলীগের হাত থেকে দখলমুক্ত করা হয়েছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চার একর জমি। রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার তা বিএনপির নেতাদের দখলে গেছে বলে অভিযোগ উঠেছে। জায়গাটিতে অবৈধভাবে ট্রাক টার্মিনাল বসিয়ে পার্কিং-বাণিজ্য চলছে। পার্কিং ফি বাবদ প্রতিদিন কয়েক শ ট্রাক বা কাভার্ড ভ্যান থেকে
২ ঘণ্টা আগেঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে প্রবাসী ও নিরাপত্তাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সাঈদ উদ্দিন (৩০) নামে প্রবাসী যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সোয়া ৯টায় বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী কেনপি-২ এর সামনে এ ঘটনা ঘটে...
২ ঘণ্টা আগে