গাজীপুরের টঙ্গীতে ট্রাক থেকে বর্জিত তুলার বস্তা (গাইড) পড়ে তাবাসসুম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার টঙ্গীর মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
তাবাসসুম টঙ্গীর মাছিমপুর এলাকার বাসিন্দা নাছির উদ্দিনের মেয়ে।
জানা যায়, দুপুরে টঙ্গীর মিলগেট এলাকায় ট্রাক বোঝাই করে বর্জিত তুলা নিয়ে আসেন ব্যবসায়ী মো. কামাল। পরে ট্রাক থেকে ওই সব বস্তা তার গুদামে মজুত করতে থাকেন কয়েকজন। এ সময় ট্রাকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তাবাসসুম।
ওই সময় হঠাৎ একটি তুলার বস্তা তাবাসসুমের ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির পরিবারকে থানায় ডেকেছি। এ ঘটনা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’