নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বারী মোল্লাসহ (৬৫) পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার দাউদপুর গ্রামের বারী মোল্লা, রাতলায় গ্রামের পারভিন আক্তার, চকমুনু গ্রামের শাহীন আলী, আতাইকুলা গ্রামের আনোয়ার হোসেন ও চামটা গ্রামের ফারুক হোসেন।
পুলিশ জানায়, গত আগস্ট মাসে বিএনপির উপজেলা অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল বারীকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া একই রাতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মূলে উপজেলার রাতলায় গ্রামের পারভিন আক্তার এবং চকমুনু গ্রামের শাহীন আলীকে গ্রেপ্তার করা হয়।
অপর দিকে গোপন সংবাদের ভিত্তিতে আজ উপজেলার আতাইকুলা উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেন (৩২) ও ফারুক হোসেনকে (৩২) নেশাজাতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।’