ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পরে জুহান দেব (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সদর উপজেলার কাগডোব এলাকায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে কাটা পরে তাঁর মৃত্যু হয়। জুহান দেব সদর উপজেলার কাগডোব এলাকার দুলাল দেবের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উল্লেখিত স্থানে রেললাইনের পাশে ওই যুবকের পা পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে ওই যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর সারোয়ার হোসাইন বলেন, ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে রেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা শুনেছি ওই যুবক তাঁর পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের মাস্টার আকতারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি।