হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি

আপডেট: ০৮ আগস্ট ২০২২, ০০: ১০

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় মো. হাসমত আলী (৩৬) এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। 

আজ রোববার ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত হাসমত আলী ঠাকুরগাঁও পৌর শহরের কলেজপাড়া মহল্লার হায়দার আলীর ছেলে। 

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি)  আবু তৈয়ব মো. নজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘হাসমত আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।’ 

আদালত সূত্রে জানা যায়, পৌর শহরের কলেজপাড়া মহল্লার এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় হাসমত আলী। পরে ২০১০ সালের ৬ জুলাই ভুল বুঝিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ করেন তিনি। পরে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পরলে বিষয়টি জানাজানি হয়। পরে ওই মাসের ২০ জুন ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ঠাকুরগাঁও নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে হাসমত আলীসহ ৩ জনকে আসামি করে মামলা করেন। 

আদালত মামলাটি সদর থানা-পুলিশকে নথিভুক্ত করে তদন্তের আদেশ দেন। তদন্ত শেষে পুলিশ হাসমত আলীকে অভিযুক্ত করে এবং অপর ২ জনকে এ ঘটনায় জড়িত ছিল না মর্মে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। 

উল্লেখ্য, রায় ঘোষণার সময় আসামি হাসমত আলী আদালতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

শূন্যরেখার শেষ প্রান্তে বিএসএফের বেড়া নির্মাণ, পাটগ্রাম সীমান্তে উত্তেজনা

হাতীবান্ধায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খানসামায় ভুট্টাখেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, মামলায় যুবক গ্রেপ্তার

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, ৭ দশমিক ৩ ডিগ্রি