ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলো উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামের জহরুল ইসলামের ছেলে রুমিন হোসেন (৭) ও শফিকুল ইসলামের মেয়ে শোভা আক্তার (৫)।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী সরকার আজকের পত্রিকাকে বলেন, দুই চাচাতো ভাইবোন বাড়ির অদূরে একটি মাঠে খেলছিল। খেলার একপর্যায়ে সবার অজান্তে মাঠের পাশে পুকুরে ডুবে দুজন নিখোঁজ হয়। পরে দুজনকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, হঠাৎ করে চাচাতো ভাইবোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।