হোম > অর্থনীতি > করপোরেট

বাটা আনল ‘ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন’ সুবিধা

বিজ্ঞপ্তি  

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৭: ৫৯
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ১৭: ৫৯
বাটা আনল ‘ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন’ সুবিধা। ছবি: সংগৃহীত

‘স্নিকার ফেস্ট’ ক্যাম্পেইনের অংশ হিসেবে বাটা একটি নতুন অগমেন্টেড রিয়্যালিটি (এআর) ফিল্টার চালু করেছে। এর মাধ্যমে ঘরে বসেই অনলাইনে স্নিকার ট্রাই করার সুযোগ পাওয়া যাবে।

সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে যেকোনো স্মার্টফোনে বাটা স্নিকারের নতুন ডিজাইনগুলো দেখা যাবে, যা অগমেন্টেড রিয়্যালিটির মাধ্যমে পায়ে ট্রাইও করা যাবে।

বাটার অফিশিয়াল ওয়েবসাইটে এই অ্যাপ পাওয়া যাবে। এর মাধ্যমে গ্রাহকেরা রিয়েল-টাইমে স্নিকার ট্রাই করতে পারবেন এবং পণ্যের বিস্তারিত তথ্যও দেখতে পাবেন।

ভার্চুয়াল স্নিকার ট্রাই-অনের মাধ্যমে ক্রেতারা সহজেই বিভিন্ন ধরনের স্নিকার, যেমন ক্যাজুয়াল বা স্পোর্টস স্নিকার দেখতে ও কিনতে পারবেন। বাটার এআর ফিল্টার, স্নিকার কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ, প্রযুক্তিভিত্তিক ও স্টাইলিশ করে তুলেছে।

মোটরসাইকেল, রেফ্রিজারেটর, এসি ও কম্প্রেসরের দাম বাড়তে পারে

একনেকে ৪২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

টিসিবির নতুন চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল আজাদ

কর ভবনসহ ১০ প্রকল্প চূড়ান্ত অনুমোদনের সম্ভাবনা