হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা রিডিং ক্যাফেতে ‘কবেজ লেঠেল’ নিয়ে আলোচনা

বিজ্ঞপ্তি  

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৬: ০৩
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ১৬: ০৩
ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা রিডিং ক্যাফেতে ‘কবেজ লেঠেল’ নিয়ে আলোচনা। ছবি: সংগৃহীত

ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা রিডিং ক্যাফের সদস্যরা সম্প্রতি মঈনুল আহসান সাবেরের জনপ্রিয় উপন্যাস ‘কবেজ লেঠেল’ নিয়ে সাহিত্য আড্ডার আয়োজন করেছেন। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত বইটি বাংলাদেশের ইতিহাসবিষয়ক আলোচনায় ব্যাপকভাবে সমাদৃত।

কবেজ লেঠেলে ফুটে উঠেছে মুক্তিযোদ্ধা, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাঁদের সহযোগী এবং রক্তক্ষয়ী যুদ্ধের এক ভয়ানক গল্প, যার মধ্য দিয়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। যুদ্ধের ময়দানে রচিত সংগ্রামের বাইরেও ওই সময়ে মানুষের মনে যে অস্থিরতা ছিল, তা এই উপন্যাসের মাধ্যমে সুনিপুণভাবে তুলে ধরেছেন লেখক।

আলোচনায় অংশগ্রহণকারী সাহিত্য অনুরাগী ব্যাংকাররা মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনার পাশাপাশি কীভাবে বাংলাদেশ বিশ্বমঞ্চে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে, সেসব বিষয় নিয়ে আলোচনা করেন। মুক্তিযুদ্ধের ত্যাগ ও সহনশীলতার সাহিত্যিক দলিল হিসেবে কবেজ লেঠেলের গুরুত্বের ওপর জোর দিয়ে আলোচকেরা বলেন, বাংলাদেশের ইতিহাস আরও ভালোভাবে বুঝতে বইটি এক অনবদ্য হাতিয়ার।

রিডিং ক্যাফে উদ্যোগ ব্র্যাক ব্যাংকের একটি সিগনেচার প্রোগ্রাম, যার লক্ষ্য হলো ব্যাংকের সহকর্মীদের মধ্যে বই পড়ার সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক চর্চার প্রসার ঘটানো। চুয়াডাঙ্গা ব্রাঞ্চে কবেজ লেঠেলের মতো সাহিত্য নিয়ে আলোচনা ব্যাংকটির এই প্রোগ্রামের মিশনকে পুনর্ব্যক্ত করে। এই আয়োজনের লক্ষ্য হলো, সাহিত্য নিয়ে বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে সামাজিক ও জাতীয় সমস্যাগুলো তুলে ধরা।

মোটরসাইকেল, রেফ্রিজারেটর, এসি ও কম্প্রেসরের দাম বাড়তে পারে

একনেকে ৪২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

টিসিবির নতুন চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল আজাদ

কর ভবনসহ ১০ প্রকল্প চূড়ান্ত অনুমোদনের সম্ভাবনা