হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনী পলিটেকনিকে ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পুলিশে সোপর্দ

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২২: ০২
আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ২২: ০২
ইফতেখার মুনতাসির অদির। ছবি: সংগৃহীত

পরীক্ষা দিতে আসা ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ কর্মী ইফতেখার মুনতাসির অদিরকে (১৮) মারধরের পর পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। আজ সোমবার পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

মুনতাসির অদির ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্ট চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী। তিনি ফেনী পৌরসভার বারাহীপুর গিল্লাবাড়ীয়ার আড়িধন ভূঁইয়া বাড়ির মৃত ইয়াসীনের ছেলে।

মো. রুবেল মোগল নামে এক শিক্ষার্থী জানান, গত ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আজ ক্যাম্পাসে পরীক্ষা দিতে আসতে দেখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

শিক্ষার্থীদের হাতে আটকের পর তিনি ৪ আগস্ট হামলার ঘটনায় সম্পৃক্ত থাকার কথা জানান। ওই সময়ের সিসিটিভি ফুটেজে তাঁর উপস্থিতি চিহ্নিত করা হয়েছে বলে জানান এ শিক্ষার্থী।

ফেনী সদর থানার উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন বলেন, ‘মুনতাসির অদিরকে সদর থানায় করা একটি হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে দেখানো হয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

তিতাস দখল ঘেরে, নদ হয়েছে খাল

চট্টগ্রামে শিকলবাহা খালে জেলের জালে মর্টার শেল

ধানখেতের বেড়ায় বিদ্যুতায়িত হয়ে মা হাতির মৃত্যু

লামায় লাউখেত পাহারা দেওয়ার সময় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু