ধানখেতের বেড়ায় বিদ্যুতায়িত হয়ে মা হাতির মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ২০: ৫৫
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৩: ৩৫
Thumbnail image

বান্দরবানের লামায় ধানখেত রক্ষার বেড়া থেকে বিদ্যুতায়িত হয়ে এক মা হাতির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকায় এ ঘটনা ঘটে।

হাতির মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের দফাদার মো. আলী আকবর। তিনি বলেন, স্থানীয়রা বন্য হাতির আক্রমণ থেকে ধানখেত রক্ষার জন্য তৈরি করা তারের বেড়ায় বিদ্যুতের সংযোগ দেন। সেখানে বিদ্যুতায়িত হয়ে একটি মা হাতির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে লামা বন বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া মা হাতির ময়নাতদন্তের জন্য নমুনা চট্টগ্রামে পাঠানো হবে। হাতিটির বয়স আনুমানিক ৩০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী গ্রামের চাককাটা পাহাড়ি এলাকায় গতকাল রাতে খেত পাহারা দেওয়ার সময় বন্য হাতির আক্রমণে ফরিদুল আলম (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ফরিদুল পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়া উপজেলার দক্ষিণ ঘুনিয়া পাহাড়তলী গ্রামের মৃত আলী আহমদের ছেলে।

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়া খালী ইউনিয়নে বন্য হাতির আবাসস্থল হারিয়ে যাওয়া ও খাদ্যসংকটের কারণে বন্য হাতি লোকালয়ে চলে আসে। এতে হাতির আক্রমণে হতাহতের ঘটনা ঘটছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত