হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরের আ.লীগ নেতা জসিম ঢাকা থেকে গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১৯: ৫৭
জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত

হত্যা মামলায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা জসিম উদ্দিনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক এই তথ্য জানান।

গ্রেপ্তার জসিম উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান।

মামলার বিবরণে জানা গেছে, গত বছর ৪ আগস্ট নিজ বসতবাড়ির সামনে হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই তিনি কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

এই ঘটনায় ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে হিমেল সরকার। মামলায় মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। ওই মামলার নামীয় আসামি হিসেবে গতকাল (৮ জানুয়ারি) রাতে রাজধানী থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে র‍্যাব ও পুলিশের একটি আভিযানিক দল।

ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে ঢাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকা থেকে এনে আদালতে সোপর্দ করা হবে।’ এই মামলায় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

সীতাকুণ্ডে সড়কের পাশ থেকে কাটা ৬টি মেহগনি গাছ জব্দ করল বন বিভাগ

কক্সবাজার সৈকতে সাবেক কাউন্সিলর টিপু হত্যার ঘটনায় আটক ২

চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শটগানসহ যুবক আটক

লাকসামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ জনের