চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শটগানসহ যুবক আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 
Thumbnail image
চৌদ্দগ্রামে শটগানসহ আটক যুবক। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে শটগানসহ মো. আসিফ ইকবাল (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। আসিফ ইকবাল ওই গ্রামেরই বাসিন্দা।

সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প থেকে আজ শুক্রবার সকালে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীরের চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্র জানায়, আসিফ ইকবাল তাঁর বাড়িতে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছেন মর্মে গতকাল গভীর রাতে চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পে খবর আসে। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর একটি টহল দল গিয়ে তাঁকে আটক করে। এ সময় তাঁর ঘরের বিছানার নিচে লুকানো একটি দেশীয় তৈরি শটগানসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে অস্ত্রসহ তাঁকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান আজকের পত্রিকাকে বলেন, সেনাবাহিনী অস্ত্রসহ আসিফ ইকবাল নামের এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা করেছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত