হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাহ আমানত বিমানবন্দরে কয়েকজন কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ২২: ৪২
শাহ আমানত বিমানবন্দরে অভিযানের সময় দুদকের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়েছে দুনীতি দমন কমিশন (দুদক)। এ সময় কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করে দুদকের তিন সদস্যের একটি দল।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বিমানবন্দরে অভিযান চালানো হয়। এ সময় জিজ্ঞাসাবাদ করা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছিলেন বিমানবন্দরের সহকারী পরিচালক (নিরাপত্তা এভসেক) নজরুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেইনটেন্যান্স (ইএম) শাখার মেকানিক দেবপ্রিয় সিংহ, সহকারী অপারেটর মো. ইউনুছ ও হেলপার ফিরোজ।

অভিযানের সময় দুদক দলের নেতৃত্ব দেন দুদক-১ চট্টগ্রামের সহকারী পরিচালক মো. এমরান হোসেন।

বিমানবন্দর সূত্র জানায়, দুদক একটি সরকারি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বিষয়ে খোঁজখবর নিয়েছে। এ ছাড়া বিমানবন্দরের কেনাকাটার বিভিন্ন নথির খোঁজখবর নেয়। বিমানবন্দরের কর্মকর্তারা দুদকের অভিযানের কথা স্বীকার করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

সীতাকুণ্ডে সড়কের পাশ থেকে কাটা ৬টি মেহগনি গাছ জব্দ করল বন বিভাগ

কক্সবাজার সৈকতে সাবেক কাউন্সিলর টিপু হত্যার ঘটনায় আটক ২

চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শটগানসহ যুবক আটক

লাকসামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ জনের