হোম > সারা দেশ > রাজশাহী

সাঁথিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১৩: ০৮
প্রতীকী ছবি

পাবনার সাঁথিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে মহিদুল ইসলাম মহিদ (২৪) নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু তাওহিদ (২৫)। গতকাল বুধবার রাতে উপজেলার আতাইকুলা-ডেমড়া সড়কের ভবানীপুর তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিদুল ইসলাম মহিদ উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের শিবপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। আহত তাওহিদ একই গ্রামের খলিলের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাত ১০টার দিকে মহিদ তাঁর প্রতিবেশী বন্ধুকে নিয়ে বাড়ি থেকে ডেমড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মহিদ নিহত হন। আহত তাওহিদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে তাঁকে প্রথমে পাবনা হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

রাজশাহী ওয়াসা: মন নেই পানির মানে দাম বাড়াতে ঝোঁক

জাল টাকা দিয়ে সিগারেট কিনতে গিয়ে ধরা পড়লেন যুবক

রাজশাহীতে মদ পানে ৪ জনের মৃত্যু

রাজশাহীর ৭ থানায় বিএনপির নতুন কমিটি