রাজশাহীর ৭ থানায় বিএনপির নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
Thumbnail image

রাজশাহী মহানগরীর সাত থানায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাতে নগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা ও সদস্যসচিব মামুন অর রশিদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বোয়ালিয়া থানা (পূর্ব) শাখা বিএনপির আহ্বায়ক হয়েছেন আশরাফুল ইসলাম নিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং সদস্যসচিব আলাউদ্দিন আলী। বোয়ালিয়া থানা (পশ্চিম) শাখার আহ্বায়ক শামশুল হোসেন মিলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ আলী এবং সদস্যসচিব বজলুজ্জামান মোহন।

মতিহার থানায় আহ্বায়ক একরাম আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতিয়ার মাহমুদ বাবু এবং সদস্যসচিব আল মামুন বাবু। রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ উল হাসান লিটন এবং সদস্যসচিব আমিনুল ইসলাম। শাহমখদুম থানার আহ্বায়ক সুমন সরদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান এবং সদস্যসচিব নাসিম খান।

চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক হয়েছেন ফাইজুল হক ফাহি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান এবং সদস্যসচিব মনিরুল ইসলাম জনি। কাশিয়াডাঙ্গা থানা বিএনপির আহ্বায়ক মাইনুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু আলম খান উজ্জাল এবং সদস্যসচিব মজিউল আহসান হিমেল।

এর আগে গত বছরের ২৩ অক্টোবর এই সাত থানা বিএনপির আহ্বায়ক কমিটি দেওয়া হয়। নতুন কমিটিতে আগের কমিটির অনেকেই পদ হারিয়েছেন। কারও কারও পদে রদবদল হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত