হলিউডে তারকাদের নিয়ে ঝলমলে আলোর খেলা শুরু হলো। স্থানীয় সময় গতকাল রোববার লস অ্যাঞ্জেলেসে বসল গোল্ডেন গ্লোবের ৮২তম আসর। হলিউডের পুরস্কার বিতরণীর রেড কার্পেটে পা রাখেন হাজারো মার্কিন তারকা। এবারের গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে বিশ্বকে চমকে দিয়েছেন ৬২ বছর বয়সী অভিনেত্রী ডেমি মুর।
মধ্য বয়সী এক অভিনেত্রী হতে চান তরুণী, ফিরতে চান গ্ল্যামারের জগতে— এমন লড়াকু চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন ষাটোর্ধ্ব এই অভিনেত্রী। ‘দ্য সাবস্ট্যান্স’ নামের এই চলচ্চিত্র গোল্ডেন গ্লোবের এবারের আসরে ৫টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে। মিউজিক্যাল বা কমেডি সিনেমা ক্যাটাগরিতে এ পুরস্কার পান তিনি।
গোল্ডেন গ্লোব হাতে নিয়ে ডেমি মুর বলেন, ‘আমার বিশ্বাস হচ্ছে না। ৪৫ বছরের বেশি সময় অভিনয় করছি, এই প্রথম অভিনেত্রী হিসেবে জিতলাম!’
গোল্ডেন গ্লোবের ৮২তম আসরে ‘অ্যা ডিফারেন্ট ম্যান’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার (মিউজিক্যাল বা কমেডি সিনেমা) পুরস্কার পেয়েছন সেবাস্টিয়ান স্ট্যান। এই চলচ্চিত্রে বিকৃত মুখের এক মানুষের চরিত্রে অভিনয় করেছেন স্ট্যান।
পুরস্কার পেয়ে স্ট্যান বলেন, ‘অক্ষমতা ও বিকৃতি নিয়ে আমাদের অজ্ঞতা ও অস্বস্তি এখনই শেষ হওয়া উচিত। এটি স্বাভাবিক করতে হবে। আমাদের ও আমাদের সন্তানদের এর সঙ্গে পরিচিত করতে হবে।’
চারটি ক্যাটাগরিতে গোল্ডেন গ্লোব জিতে নিয়েছে নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল থ্রিলার ‘এমিলিয়া পেরেজ’। এ থ্রিলারে আইনজীবীর চরিত্রে অভিনয় করে সেরা সহ-অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছেন জো স্যালডানা। মেক্সিকান মাদক কারবারির নারীতে রূপান্তরে সহায়তা করেছেন তিনি। এছাড়াও শ্রেষ্ঠ মিউজিক্যাল বা কমেডি চলচ্চিত্র, মৌলিক গান ও বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবেও পুরস্কার পেয়েছে এমিলিয়া পেরেজ।
ইতিহাসভিত্তিক মহাকাব্যিক শো ‘শোগুন’ টেলিভিশন ড্রামা ৪টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। এটি ড্রামা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। পাশাপাশি এই ড্রামার অভিনেতা হিরোইয়ুকি সানাদা, অভিনেত্রী আন্না সাওয়াই এবং পার্শ্বচরিত্র অভিনেতা তাদানোবু আসানোও গোল্ডেন গ্লোব জিতেছেন।
‘আই অ্যাম স্টিল হিয়ার’ চলচ্চিত্রের জন্য ড্রামা ক্যাটাগরিতে অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ব্রাজিলীয় তারকা ফেরান্দা তোরেস। ‘ট্রু ডিটেকটিভ: নাইট কান্ট্রি’ চলচ্চিত্রের জন্য অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব জিতেছেন জোডি ফস্টার। এটি ছিল তাঁর পঞ্চম গোল্ডেন গ্লোব পুরস্কার।
শ্রেষ্ঠ কমেডি সিরিজের পুরস্কার পেয়েছে ‘হ্যাকস’। অ্যানিমেটেড ফিল্ম বিভাগে বিজয়ী হয়েছে ‘দ্য লাটভিয়ান অ্যাডভেঞ্চার ফ্লো’। ‘কনক্লেভ’ পেয়েছে শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার।
গোল্ডেন গ্লোবের ইতিহাসে প্রথম একক নারী উপস্থাপক হিসেবে এবার উদ্বোধনী আসরে উপস্থাপনা করেন নিকি গ্লেসার। এর আগে গোল্ডেন গ্লোববিজয়ীদের বেছে নেন ৮৫টি দেশের ৩৩৪টি বিনোদন সাংবাদিক।