নেটফ্লিক্সে গতকাল মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘ব্যাক ইন অ্যাকশন’। অভিনয়ে ক্যামেরন ডিয়াজ ও জেমি ফক্স। সিনেমাটির শিরোনামের সঙ্গে আশ্চর্য মিল ক্যামেরন ডিয়াজের বাস্তবজীবনের। তিনি অ্যাকশনে ফিরলেন, তা-ও ১০ বছর পর। ২০১৪ সালে ‘অ্যানি’ সিনেমার...
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ১ মিলিয়ন ডলার বা ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।
অ্যাওয়ার্ড শো
লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী আগুনে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অনেকে। ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি। হলিউডসংশ্লিষ্ট অনেকেই রয়েছেন ঘরহারা মানুষের তালিকায়। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নানাভাবে এগিয়ে এসেছেন তারকারা। লস অ্যাঞ্জেলেসের এই আগুনের সুদূরপ্রসারী প্রভাব পড়েছে হলিউড ইন্ডাস্ট্রিতেও।
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস। বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে প্রায় ২ লাখ বাসিন্দাকে। পুড়ে ছাই হয়েছে প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, জেমস উডস অনেক হলিউড তারকার ঘরবাড়ি। আগুনে সব হারিয়ে নিঃস্ব বন্ধুদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
গত বছরের শেষ দিকে মুক্তি পেয়ে হলিউডের বক্স অফিসে ঝড় তুলেছে ‘মোয়ানা টু’। প্রায় এক বিলিয়ন ডলার আয় করে বছরের চতুর্থ সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার তালিকায় উঠে এসেছে এটি। মোয়ানা টু গোল্ডেন গ্লোবসে মনোনয়ন পেয়েছিল
হলিউডের টম হল্যান্ড ও জেনডায়া এরই মধ্যে বাগদানের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন ধরেই তাঁরা সম্পর্কে আছেন। তবে এ ঘোষণার আগে টম হল্যান্ডের একটি সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই সাক্ষাৎকারে তিনি পরিবারের জন্য অভিনয় ছেড়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান।
গোল্ডেন গ্লোবসের আসর থেকেই গুঞ্জন রটেছিল, বাগদান সেরেছেন টম হল্যান্ড ও জেন্ডায়া। এ গুঞ্জন চাউর হওয়ার পেছনের একমাত্র কারণ জেন্ডায়ার আংটি। রেড কার্পেটে জেন্ডায়া যখন ফটোগ্রাফারদের সামনে পোজ দিচ্ছিলেন, সেখানে সব ছাপিয়ে দৃষ্টি কাড়ে অভিনেত্রীর মূল্যবান আংটি।
দ্য ব্রুটালিস্ট, এমিলিয়া পেরেজ ও শোগান—৮২তম গোল্ডেন গ্লোবসের মঞ্চে এ তিনটি নামই বারবার উচ্চারিত হলো। বাংলাদেশ সময় ৬ জানুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া শুরু হয়।
হলিউডে তারকাদের নিয়ে ঝলমলে আলোর খেলা শুরু হলো। স্থানীয় সময় গতকাল রোববার লস অ্যাঞ্জেলেসে বসল গোল্ডেন গ্লোবের ৮২তম আসর। হলিউডের পুরস্কার বিতরণীর রেড কার্পেটে পা রাখেন হাজারো মার্কিন তারকা। এবারের গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে বিশ্বকে চমকে দিয়েছেন ৬২ বছর বয়সী অভিনেত্রী ডেমি মুর।
২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার শুটিং করতে গিয়ে সম্পর্কে জড়ান পিট–অ্যাঞ্জেলিনা। যদিও তখনো জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন ব্র্যাড পিট। পরে তাঁদের বিচ্ছেদ হলে ব্রাঞ্জেলিনার সম্পর্ক জনসমক্ষে আসে। অন্যদিকে পিটের সঙ্গে সম্পর্কের আগে জোলি অভিনেতা বিলি বব থর্নটন এবং জনি ল
রুশো ব্রাদার্সের রেড নোটিস সিনেমার মাধ্যমে হলিউডে পা রাখেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ। এবার শোনা যাচ্ছে হলিউড সিরিজ ইউফোরিয়া খ্যাত তারকা সিডনি সুইনির সঙ্গে কাজ করতে চলেছেন তিনি।
রুপার্ট গ্রিন্ট ২০০১ সালে ১২ বছর বয়সে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ চলচ্চিত্রে রোনাল্ড বিলিয়াস উইজলির চরিত্রে অভিনয় করেন। রোনাল্ড উইজলি জে কে রাউলিং–এর হ্যারি পটার সিরিজের একটি জনপ্রিয় চরিত্র। গ্রিন্ট ২০০১ থেকে ২০১১ পর্যন্ত মুক্তি পাওয়া সবকটি হ্যারি পটার সিনেমায় এই চরিত্রে অভিনয় করেন।
চলতি সপ্তাহে দেশের কোনো সিনেমা মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। তবে স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পেল দুটি হলিউড সিনেমা। সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলছে উইকড ও রেড ওয়ান।
‘গ্লাডিয়েটর’ মুক্তির দুই যুগ পর আসছে ‘গ্লাডিয়েটর টু’। ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। তার আগেই বাংলাদেশের দর্শকেরা হলে বসে দেখার সুযোগ পাচ্ছেন।
টম ক্রুজের ভক্তদের জন্য দারুণ খবর। আরেকটি শ্বাসরুদ্ধকর মিশন নিয়ে ফিরছেন সুপারস্টার। ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের অষ্টম সিনেমা মুক্তি পাবে ২০২৫ সালের ২৩ মে। এ পর্বের নাম রাখা হয়েছে ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’।
ব্যাপক জনসমর্থন নিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু জনপ্রিয় ভোটই নয়, এবার তাঁর দল রিপাবলিকান পার্টি মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে ট্রাম্প এবার অনেকটা বেপরোয়া থাকবেন বলেই ধারণা করছেন পর্যবেক্ষকেরা।
যুদ্ধবিধ্বস্ত জাপানিদের জন্য গডজিলা চরিত্রটি ছিল পারমাণবিক গণহত্যার প্রতিবাদের প্রতীক। এরপর অনেক দশক কেটেছে। এই দীর্ঘ সময়ে গডজিলার জনপ্রিয়তা এতটুকুও কমেনি, বরং দিনে দিনে বেড়েছে।