হোম > বিনোদন > সিনেমা

বিমানবন্দর থেকে ফিরে এলেন নিপুণ, লন্ডন যাওয়া হলো না

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ১৬: ৫৯
নিপুণ আক্তার। ছবি: সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে। আজ শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে লন্ডন যাওয়ার কথা ছিল তাঁর। তবে বিমানবন্দর থেকে নিপুণকে ফেরত পাঠানো হয় বলে সিলেট বিমানবন্দর থানা সূত্রে জানা গেছে।

একটি গোয়েন্দা সংস্থা নিপুণের লন্ডনযাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। তবে তাঁর নামে মামলা না থাকায় জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না নিপুণের। ধারণা করা হচ্ছিল, গোপনে দেশ ছেড়েছেন তিনি। তবে আজ সিলেট বিমানবন্দরের ঘটনায় প্রমাণিত হলো এতদিন তিনি দেশেই ছিলেন।

বিমানবন্দরে নিপুণ আক্তার। ছবি: সংগৃহীত

বিগত সরকারের আমলে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন নিপুণ। বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানের নিয়মিত মুখ ছিলেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের প্রভাব খাটিয়েছেন বলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছিল নিপুণের বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ইত্যাদির শুটিংয়ে বিশৃঙ্খলা নিয়ে যা জানালেন হানিফ সংকেত

‘ইত্যাদির টিমের কিছু হয়নি, চারদিকে ভুয়া নিউজ’—আশ্বস্ত করলেন রবি চৌধুরী

শিল্পকলায় সেলিম আল দীন স্মরণোৎসব