বিশ্বের অনেক দেশেই সিনেমার প্রচারে বিভিন্ন টিভি অনুষ্ঠানে হাজির হন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। ভারতেও দেখা যায় কপিল শর্মা শো, ইন্ডিয়ান আইডল, ড্যান্স বাংলা ড্যান্সসহ বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত সিনেমার প্রচারে যাচ্ছেন শিল্পীরা। এবার রিয়েলিটি শোতে সিনেমার প্রচারে গেলেন আফরান নিশো ও তমা মির্জা। এবারের ঈদে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
সৃজিত মুখার্জির পদাতিক সিনেমার শুটিংয়ের কিছুদিন আগে বাবা হারান চঞ্চল চৌধুরী। বাবা হারানোর শোক চাপা দিয়েই পর্দায় মৃণাল সেন হয়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গে চঞ্চলের প্রথম সিনেমা পদাতিক। তিনি জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের দর্শকদের সঙ্গে বসেই সিনেমাটি উপভোগ করতে চান তিনি। গত বছরের ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে পদাতিক মুক্
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কাজ করেছেন বলিউডেও। অভিনয় দক্ষতায় মুগ্ধ করা এই অভিনেত্রী রূপেও অনন্য। প্রথমবারের মতো আয়োজিত ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’-এ হাজির হন তিনি। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার পুরস্কারের আগে গতকাল সোমবার কলকাতায় হয় এই আয়োজন।
রোজার ঈদের এখনো বাকি প্রায় দুই সপ্তাহ। মুক্তির তালিকায় শোনা যাচ্ছে হাফ ডজনের বেশি সিনেমার নাম। শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’ ও সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমা তিনটি রয়েছে আলোচনার কেন্দ্রে। ঈদের সেরা সিনেমা হবে কোনটি, তা নিয়ে ইতিমধ্যে তিন নায়কের ভক্তদের মাঝে শুরু হয়েছে বাগ্যুদ্ধ।
বাংলা সিনেমার সোনালি সময় এখন অতীত। হল ও সিনেমার সংখ্যা—দুটোই কমে গেছে। সিনেমার অনেক অভিনয়শিল্পী রয়েছেন, যাঁদের হাতে কোনো কাজ নেই। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) শিল্পী সমিতির অফিসের সামনে দেখা যায়...
আগামী বছরের ১০ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসব চলাকালে ১১ থেকে ১৪ জানুয়ারি ৪ দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’। উৎসবে জমা দেওয়া চিত্রনাট্য থেকে জুরি প্যানেল সেরা তিন চিত্রনাট্যকে পুরস্কার প্রদান করবে।
সেই ফোনালাপ ফিরে এসেছে রায়হান রাফীর ‘আমলনামা’ ওয়েব ফিল্মে। নির্মাতা কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ না করলেও একরামুল হকের ঘটনা থেকে আমলনামা নির্মিত হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এতে বিব্রত একরামুল হকের পরিবার।
এবার রোজার ঈদেও মুক্তির তালিকায় শোনা যাচ্ছে হাফ ডজনের বেশি সিনেমার নাম। সবচেয়ে বেশি আলোচনায় আছে শাকিব খানের ‘বরবাদ’, সিয়াম আহমেদের ‘জংলি’ ও আফরান নিশোর ‘দাগি’। কোন সিনেমা সেরা হবে তা নিয়ে নায়কদের ভক্তদের মধ্যে বাক্যুদ্ধ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই তিন সিনেমার একটি বিষয়ে দারুণ মিল...
দেশের সিনেমায় এখন বইছে অ্যাকশনের হাওয়া। গল্প তৈরি হচ্ছে নায়ককে ঘিরে। সেই সঙ্গে সিনেমার প্রচারও হয়ে উঠেছে নায়ককেন্দ্রিক, নায়িকারা পড়ে থাকছেন আড়ালে। নায়ককে প্রাধান্য দিয়েই তৈরি হচ্ছে পোস্টার, টিজার ও ট্রেলার। আসন্ন রোজার ঈদের সিনেমাগুলোর প্রচারেও উপেক্ষিত নায়িকারা।
গত বছরের মার্চে ঘোষণা এসেছিল, প্রথমবার দেশের কোনো ওয়েব কনটেন্টে অভিনয় করছেন জয়া আহসান। আশফাক নিপুনের ‘জিম্মি’ নামের সিরিজে দেখা যাবে তাঁকে। তবে জিম্মির আগে চলতি বছর নুহাশ হুমায়ূনের ২য় সিরিজের অন্তরা পর্ব দিয়ে দেশের ওটিটিতে দেখা দেন জয়া। অবশেষে ঘোষণার ঠিক এক বছর পর জিম্মি নিয়ে আসছেন তিনি।
অল্প বাজেট, স্থানীয় গল্প আর ভালো নির্মাণ—এ পথেই বাজিমাত করেছে মালয়ালম ইন্ডাস্ট্রি। বলিউড, তামিল কিংবা তেলুগুসহ ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রি যেখানে দিন দিন সিনেমার বাজেট বাড়িয়েছে, হয়ে পড়েছে তারকানির্ভর, জোর দিয়েছে ‘লার্জার দ্যান লাইফ’ গল্পে; সেখানে মালয়ালম একেবারেই ব্যতিক্রম।
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
পর্দায় বিদ্যা বালানের অভিনয় দেখে মুগ্ধ হন দর্শক, আর বিদ্যাকে মুগ্ধ করে অভিনয়। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, ইদানীং কোন কোন সিনেমা-সিরিজ ভালো লেগেছে তাঁর। এসব কনটেন্ট দেখার জন্য ভক্তদেরও পরামর্শ দিলেন তিনি।
টিজারে আফরান নিশোকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তাঁর চরিত্রের নাম নিশান। প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাঁকে পাওয়া যায় স্বাভাবিক চেহারায় আর একেবারে শেষে তাঁকে পাওয়া যায় ৭৮৬ নম্বর কয়েদির পোশাকে।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫-এর মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। এ বছরের আসরটি অনুষ্ঠিত হবে কলকাতায়, ১৮ মার্চ।
বাংলাদেশে মুক্তির তিন মাস পর গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে আলোর মুখ দেখে দরদ। প্রেক্ষাগৃহ ও ওটিটির পর অনন্য শাকিব খান অভিনীত সিনেমাটি এবার দেখা যাবে টেলিভিশনে।