হোম > ছাপা সংস্করণ

৬ চ্যানেলে মোশাররফ ও রুনার ‘স্বর্ণমানব’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ০৯: ৪৯

২৬ জানুয়ারি জাতীয় কাস্টমস দিবসে দেশের ছয়টি স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচার হবে মোশাররফ করিম ও রুনা খান অভিনীত বিশেষ টেলিফিল্ম ‘স্বর্ণমানব-৫’। ড. মইনুল খান রচিত টেলিফিল্মটি পরিচালনা করেছেন এস এ হক অলিক। এরই মধ্যে টেলিফিল্মটির নির্মাণ শেষ হয়েছে। প্রচারিত হবে এনটিভি, চ্যানেল আই, আরটিভি, বৈশাখী, দীপ্ত ও বাংলাভিশনে। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শহীদুজ্জামান সেলিম, তারিন জাহান প্রমুখ।

এর আগে ‘স্বর্ণমানব’-এর ৪টি খণ্ড প্রচার হয়েছে। সাড়া ফেলেছিল সেগুলো। সেই বিবেচনায় এবার নির্মাণ হলো স্বর্ণমানব-৫। এবারের খণ্ডটির নাম ‘মাই সেকেন্ড হোম’।

নির্মাতা অলিক বলেন, ‘অসততা দিয়ে সামাজিকভাবে কেউ শীর্ষে গেলেও শেষ পর্যন্ত তার ফল ভালো হয় না। বিশেষ এই টেলিফিল্মে সেই কথাটিই আমরা বলার চেষ্টা করেছি। এবারই প্রথম স্বর্ণমানব সিরিজের কাজ করলাম। চেষ্টা করেছি দর্শকদের একটি সুন্দর টেলিফিল্ম উপহার দেওয়ার।’

টেলিফিল্মটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘গল্পটা আমার ভালো লেগেছে। শুটিং করা পর্যন্ত কাজটাও ভালো হয়েছে। বাকিটা নির্ভর করছে সম্পাদনা ও আনুষঙ্গিক অন্যান্য কাজের ওপর। আশা করছি ভালো কিছু হবে। দর্শকেরও ভালো লাগবে।’

অভিনেত্রী রুনা খান বলেন, ‘আমি সব সময়ই ইতিবাচক কাজে বিশ্বাসী। কেউ যদি তার কর্মে, ব্যক্তিত্বে অসৎ হয়, তাহলে শেষ পর্যন্ত তার পরিণতি ভালো হয় না। টেলিফিল্মটিতে সেই ভাবনাটাই শেয়ার করা হয়েছে। মইনুল ভাই ভীষণ যত্ন করে স্ক্রিপ্ট লিখেছেন। এস এ হক অলিকের পরিচালনায় এবারই আমার প্রথম কাজ। খুব ভালো লাগল তাঁর সঙ্গে কাজ করে।’

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি