দেশে উদ্যাপিত হচ্ছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ৫ আগস্ট–পরবর্তী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই পূজা ঘিরে দেশজুড়ে রয়েছে আতঙ্ক, উদ্বেগ। এমন পরিস্থিতিতে মন্দিরে ভাঙচুর ও প্রতিমা পেছনে রেখে মুসলিমদের মোনাজাতের দুটি ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুক, এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়েছে। আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, মন্দির ভাঙচুর এবং প্রতিমা পেছনে রেখে মুসলিম ধর্মাবলম্বীদের মোনাজাতের ছবি দুটির একটি পুরোনো ও অন্যটি এডিট করা, অর্থাৎ জোড়াতালি দিয়ে তৈরি করা।
বাংলাদেশে দুর্গাপূজার মূর্তি ভাঙচুর
বাংলাদেশে দুর্গাপূজার মূর্তি ভাঙচুর করা হয়েছে দাবিতে গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টায় ‘দ্য জম্মু টাইমস (The Jummo Times)’ নামের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয়। পোস্টটি শেয়ার হয়েছে সাড়ে চার শতাধিক, রিঅ্যাকশন পড়েছে ২ হাজারের বেশি। জম্মু টাইমস পেজটি বাংলাদেশ ও ভারত থেকে পরিচালিত। পেজটিতে দেওয়া পরিচয়ে দাবি করা হয়েছে, এটি ভারতের ত্রিপুরাকেন্দ্রিক চাকমা ভাষার একটি ওয়েব পোর্টাল ও ইউটিউব চ্যানেল।
পেজটিতে পোস্ট করা ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার ওয়েবসাইটে ২০২১ সালের ১৪ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ওই সময় কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন পাওয়া এবং সেটিকে কেন্দ্র করে সহিংসতার জের ধরে চাঁদপুরের হাজীগঞ্জে বেশ কয়েকটি মন্দিরে হামলা ও পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সম্প্রতি দুর্গাপূজার মূর্তি ভাঙচুর করা হয়েছে দাবিতে ভাইরাল ছবিটি এই ঘটনার।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে বাংলায় ২০২২ সালের ২৯ সেপ্টেম্বরে প্রকাশিত এক প্রতিবেদন থেকেও জানা যায়, সম্প্রতি ভাইরাল ছবিটি ২০২১ সালের চাঁদপুরের একটি পূজামণ্ডপের।
সারা দেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা পালিত হচ্ছে। এ পূজা ঘিরে ইতিমধ্যে দেশের বেশ কিছু জায়গায় পূজার জন্য চাঁদা চেয়ে ‘উড়ো চিঠি’ আর প্রতিমা ভাঙার খবর এসেছে সংবাদমাধ্যমগুলোতে। বিবিসি বাংলায় গত মঙ্গলবার (৮ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, দুর্গাপূজা ঘিরে কিশোরগঞ্জ, পাবনাসহ দেশের অন্তত চার জায়গায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বুধবার কুড়িগ্রামের রাজারহাটে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে হামলা করতে এসে আনসার সদস্যদের হাতে আটকও হয়েছেন একজন।
প্রতিমা পেছনে রেখে একদল মুসলিমের মোনাজাত
চট্টগ্রাম নগরীর জেএম সেন হলে পূজামণ্ডপে ইসলামি ভাবধারার সংগীত পরিবেশনের ঘটনায় গতকাল রাত থেকে সরগরম দেশের সোশ্যাল মিডিয়া। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় মামলা হওয়ার পর শহিদুল করিম ও নুরুল ইসলাম নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমন পরিস্থিতির মধ্যেই প্রতিমা পেছনে রেখে একদল ইসলাম ধর্মাবলম্বীর মোনাজাতের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছবিটিতে আলোচিত ইসলামি বক্তা হাফিজুর রহমান সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে প্রতিমা পেছনে মোনাজাতরত অবস্থায় দেখা যায়।
রিভার্স ইমেজ সার্চে ‘চরমোনাই মুজাহিদ’ নামের একটি ফেসবুক পেজে ছবিটি পাওয়া যায়। ‘মোনাজাতটা অবশ্যই অনেক অনেক হৃদয়কাড়া ছিল! (চরমোনাই মরহুম পীর সাহেব হুজুরের কবর জিয়ারত করেন)’ ক্যাপশনে ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি ছবিটি পেজটিতে পোস্ট করা হয়।