মিরপুরে চলছে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারে ইতি টানার ইচ্ছা পোষণ করেছিলেন সাকিব আল হাসান। তাঁর ভক্তরাও চেয়েছেন যতো বিতর্কই সাকিব আল হাসানের অবসরের ঘোষণাটা দেশের মাঠ থেকেই হোক। সবকিছু প্রস্তুতও ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে যুক্তরাষ্ট্র থেকে দুবাইয়ে এসেছিলেন সাকিব। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় দুবাইয়ে থেমে যেতে হয়েছে তাঁকে। ফিরতে পারেননি দেশে।
এ নিয়ে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন উত্তাল কয়েক দিন ধরেই। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের আশপাশে সাকিব পক্ষ ও সাকিব বিরোধীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও লং মার্চ করেছেন। গতকাল রোববার সেখানে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির মতো ঘটনাও ঘটেছে। এমন প্রেক্ষাপটে ফেসবুকে বিশাল সমাবেশের একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি সাকিবিয়ানদের (সাকিবভক্ত) মিছিল।
ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে, পুলিশ পাহারায় রং–বেরংয়ের প্ল্যাকার্ড হাতে বিশাল এক সমাবেশ সড়ক অবরোধ করে রেখেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা প্রায় ৯ লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপে ছবিটি হাসান কবির নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১টায় দেওয়া পোস্টটির ক্যাপশনে লেখা, ‘এ জীবনে সাকিব আল হাসানের কোনো কিছু পাওয়ার আর নেই। একজন ক্রিকেটারের জন্য, তার ভক্তরা রক্ত দিয়েছে, যা ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকবে...।’ পোস্টটিতে রিয়েকশন পড়েছে ১ হাজার ৩০০। শেয়ার হয়েছে অর্ধ শতাধিক।
রিভার্স ইমেজ সার্চে ছবিটি উইকিমিডিয়া কমনসের ওয়েবসাইটে পাওয়া যায়। গত ৬ জুলাই ছবিটি ওয়েবসাইটে ‘Rayhan 9 d’ নামের একটি অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়। ছবিটির বিস্তারিত বিবরণ থেকে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় এক দফা দাবিতে শিক্ষার্থীদের ডাকা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ছবি এটি।
আরও পড়ুন: