হোম > স্বাস্থ্য > স্বাস্থ্য টিপস

সবুজ জুসে সুস্থ থাকুন

আলমগীর আলম

আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ০৮: ০৫

শীতকালে গাছের পুরোনো পাতা পড়ে। বসন্তে নতুন পাতায় ভরে গাছপালা নতুন শক্তির জানান দেয়। মানুষও নিজের শরীরে শক্তি সঞ্চয় করতে পারে সবুজ পাতা থেকে। শীতে ধনেপাতা, পুদিনাপাতা, তুলসী, শজনেপাতা, থানকুনি অথবা তেলাকুচাপাতা সহজে ভর্তা, জুস বা চায়ের মতো খাওয়া যায়। তবে এগুলো জুস করে খেলে উপকার পাওয়া যায়।

সবুজ জুস: স্বাস্থ্যের মহৌষধ

গ্রিন বা সবুজ জুস শুধু পানীয় নয়, এটি স্বাস্থ্যের মহৌষধ। বিভিন্ন ধরনের সবুজ পাতা মিশিয়ে তৈরি করা এই জুস শরীরকে প্রচুর পুষ্টি উপাদান দেয়।

উপকারিতা

  • শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়
  • রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়
  • পরিপাকতন্ত্র সুস্থ রাখে
  • ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
  • শরীর শক্তিশালী করে
  • ওজন কমাতে সাহায্য করে
  • পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদ্‌রোগের ঝুঁকি কমায়।

এসব জুসে যা থাকে

  • ভিটামিন: এ, সি, কে, ই
  • খনিজ পদার্থ: আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম
  • আঁশ: পরিপাকতন্ত্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয়
  • অ্যান্টি-অক্সিডেন্ট: শরীরকে মুক্ত র‍্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে।

কয়েকটি জনপ্রিয় ও পুষ্টিকর সবুজ পাতা

ধনেপাতা: বাংলা রান্নার অবিচ্ছেদ্য ধনেপাতা শুধু স্বাদ বাড়ায় না, এটি একই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। এতে প্রচুর আঁশ থাকে, যা হজমে সহায়তা এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। পেটের গ্যাস কমাতে এবং অস্বস্তি দূর করতে সাহায্য করে। ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়িয়ে হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

পুদিনাপাতা: এর জুস হজমের জন্য ভালো। এতে থাকা মেনথল পেটের পেশি শিথিল করে, গ্যাস কমায় ও হজমে সাহায্য করে। এটি মাথাব্যথা, মাইগ্রেন কমাতে সাহায্য করে এবং শ্বাসকষ্ট দূর করে। এটি অ্যাজমা ও ব্রঙ্কাইটিসের উপশম করতে পারে।

তেলাকুচাপাতা: এটি প্রাকৃতিক ইনসুলিন হিসেবে কাজ করে এবং রক্তের শর্করার মাত্রা কমাতে সহায়ক। ভিটামিন বি২ সমৃদ্ধ হওয়ায় এটি স্নায়ুতন্ত্র শক্তিশালী করে।

শজনেপাতা: এটি প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ও খনিজে সমৃদ্ধ। শরীর শক্তিশালী করে বলে একে ‘সুপার ফুড’ বলা হয়। এতে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে, যা হাড় ও দাঁত মজবুত করে।

থানকুনিপাতা: থানকুনিপাতার জুস পেটের গ্যাস, বুক জ্বালাপোড়া, কোষ্ঠকাঠিন্য ও আইবিএস দূর করে।

যেভাবে সবুজ জুস তৈরি করবেন

  • পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করুন।
  • ছোট ছোট টুকরা করে কেটে নিন।
  • ব্লেন্ডারে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ড করুন।
  • চাইলে লেবুর রস, মধু ও আদা যোগ করতে পারেন।
  • ছেঁকে নিয়ে গ্লাসে পরিবেশন করুন।

শীত উপভোগ করতে চাইলে এ সময় পাওয়া যায় এমন সব পাতা খাওয়া উচিত। এতে শরীর ভালো থাকবে এবং বসন্তে নতুন কোষ তৈরি করে আমাদের সুস্থ রাখবে।

পরামর্শ: খাদ্যপথ্য ‍ও আকুপ্রেশার বিশেষজ্ঞ, প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ওজন কমাতে ডায়েট কেমন হবে

স্ক্যাবিস বা চুলকানি রোগের প্রতিকার ও চিকিৎসা

শারীরিক ভঙ্গিজনিত কোমর ব্যথা এড়াতে যা করতে হবে