হোম > বিশ্ব > ভারত

ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনা জরুরি হয়ে উঠেছে: জয়শঙ্কর

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮: ০৪
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

পরিবর্তিত বিশ্বরাজনীতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনা জরুরি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল রোববার (১৫ ডিসেম্বর) নয়াদিল্লিতে ‘ইন্ডিয়াস ওয়ার্ল্ড’ নামের আন্তর্জাতিক নীতিবিষয়ক একটি নতুন সাময়িকীর উদ্বোধনী অনুষ্ঠানে জয়শঙ্কর এ কথা বলেন।

জয়শঙ্কর বলেন, ‘আমাদের (ভারতের) পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনা প্রয়োজন। আমরা যখন পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনার কথা বলি, যখন নেহরু-পরবর্তী পররাষ্ট্রনীতি গঠনের কথা হয়, তখন এই পরিবর্তনকে রাজনৈতিক আক্রমণ হিসেবে দেখা উচিত নয়।’

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আন্তর্জাতিক রাজনীতিতে ভারত ক্রমশ ‘গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী’ দেশে পরিণত হচ্ছে মন্তব্য করে জয়শঙ্কর বলেন, ‘আগামী বছরগুলোতে বিদেশে ভারতের প্রবাসী শ্রমিকের সংখ্যা “নাটকীয়ভাবে বাড়বে”। আন্তর্জাতিক পর্যায়ে আমরা গতিশীলতার বিস্ফোরণ দেখতে যাচ্ছি।’

ভারতের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত, সেই প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘বড় পরিসরে চিন্তা করা, দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করা এবং আধুনিকভাবে ভাবাই আমাদের ভবিষ্যতের পররাষ্ট্রনীতি হবে বলে আমি মনে করি।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন কারণে আমরা এত দিন “গুটিয়ে থাকা” পররাষ্ট্রনীতি অনুসরণ করতাম। সেই দিন আর নেই। ভারত অনেক আগেই সেই দিনগুলো পেছনে ফেলে এসেছে।’

সাইবার হামলার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কড়া প্রতিক্রিয়া চীনের

হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ নিয়ে প্রশ্ন তুললেন বীণা সিক্রি

ব্রিকসের পূর্ণ সদস্য হলো ইন্দোনেশিয়া

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩