পুরোহিতদের জন্য প্রতি মাসে ১৮ হাজার রুপি ভাতার প্রতিশ্রুতি দিয়েছেন আম আদমি পার্টির প্রধান ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গত সোমবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন। তবে কেজরিওয়ালের এই ঘোষণার পর বিজেপি বলছে, দিল্লি জয়ে হিন্দু ও শিখদের ভোট বাগিয়ে নিতেই তিনি এমন প্রতিশ্রুতি দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন থেকে জানা যায়, দিল্লির নির্বাচনে জয়ী হলে পুরোহিতদের পাশাপাশি গুরুদ্বারের গ্রন্থিদেরও একই পরিমাণ ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কেজরিওয়াল। তিনি বলেন, ‘পুরোহিত ও গ্রন্থিরা আমাদের ধর্মীয় রীতিনীতির রক্ষক। তাঁরা নিঃস্বার্থ ভাবে সমাজের সেবা করছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য কেউ তাঁদের আর্থিক অবস্থার দিকে নজর দেয়নি।’
এদিকে কেজরিওয়ালের এমন নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে মোদির বিজেপি শিবির বেশ হাস্যরসে মজেছে। দিল্লি বিজেপি অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টার শেয়ার করেছে, যেখানে কেজরিওয়ালকে ‘ভুলভুলাইয়া’ সিনেমার রাজপাল যাদবের চরিত্রের মতো নাটকীয় পুরোহিতের ভূমিকায় দেখানো হয়েছে। এই পোস্টারে অরবিন্দ কেজরিওয়ালকে ‘নির্বাচনী হিন্দু’ বলেও উপহাস করা হয়েছে।
এদিকে আজ বুধবার দিল্লিতে বিজেপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী কেজরিওয়ালকে ‘ভণ্ড’ বলেছেন। সুধাংশু ত্রিবেদী বলেছেন, ‘মন্দিরের পুরোহিত ও গুরুদুয়ারার গ্রন্থিদের মাসিক ১৮ হাজার রুপি ভাতা দেওয়ার ঘোষণা শুধু লোকদেখানো। ভারতের মানুষ তাঁদের বিশ্বাস করে না। তাঁরা রাজনীতিতে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়ে আম আদমি পার্টি শুরু করেছিল। কিন্তু এখন তাঁরা পুরোনো কংগ্রেসি রাজনীতি চালিয়ে যাচ্ছে।’
কেজরিওয়ালের প্রতিশ্রুতির সমালোচনা করে ত্রিবেদী বলেন, ‘তাঁরা তো এখনো দিল্লির ক্ষমতায় আছে, তাহলে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না কেন? শুধুমাত্র ঘোষণা করাই কি তাঁদের উদ্দেশ্য?’
তিনি আরও বলেন, ‘আপনারা ভণ্ড ভক্ত শব্দটি শুনেছেন? প্রকৃত ভক্ত ভগবানের জন্য নিবেদিত থাকে আর ভণ্ড ভক্তরা লোকদেখানো কাজ করে। কেজরিওয়াল হলেন সেই ভণ্ড ভক্ত। তিনি যদি বাস্তবেই ভাতা দিতে চান, তবে এখনই তাঁর প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে হবে।’
ত্রিবেদী কেজরিওয়ালের অতীত অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘যিনি একসময় রাম মন্দির এবং অন্যান্য মন্দিরের বিরুদ্ধে ছিলেন, তিনি এখন এই প্রকল্পের জন্য ফরম বিতরণ করছেন। তিনি পুরোহিত, গ্রন্থিদের ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন!’
তবে বিজেপি নেতা ত্রিবেদী এই মন্তব্যের বিষয়ে আম আদমি পার্টির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, নতুন বছরের শুরুতেই দিল্লিতে নির্বাচন হতে পারে। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নয়, দিল্লিতে একাই লড়বে কেজরিওয়ালের আম আদমি পার্টি। এই অবস্থায় এখন বিজেপি ছাড়াও আপের প্রতিপক্ষ রাহুল গান্ধীর কংগ্রেস। বিশেষজ্ঞরা বলছেন, কেজরিওয়ালের নির্বাচনী অঙ্ক হলো রাজধানীর মুসলিম ভোট যাবে কংগ্রেসের ঘরে। বাকি হিন্দু আর শিখদের ভোটে বৈতরণি পারবেন করবেন তিনি। তাই হিন্দুদের মন পেতে পুরোহিতদের মাসে ১৮ হাজার রুপি ভাতার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে শিখদের ভোট পেতে গুরুদ্বারের গ্রন্থিদেরও একই পরিমাণ ভাতার ঘোষণা দিয়েছেন।
তবে শিখ সম্প্রদায়ের মন পাওয়ার চেষ্টা নতুন নয়। কেজরিওয়াল আগেও একবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলেছিলেন। সম্প্রতি কংগ্রেসের সঙ্গে সুর মিলিয়ে রাজধানীতে মনমোহনের স্মৃতিসৌধ নির্মাণেরও দাবি জানিয়েছেন তিনি।