হোম > বিশ্ব > ভারত

ভরা মৌসুমেও পর্যটক পেল না ভারতের গোয়া!

অনলাইন ডেস্ক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ২৩: ৫৭
ছবি: সংগৃহীত

প্রতি বছরই ইংরেজি নববর্ষের সময়টিতে দেশি-বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায় ভারতের গোয়ায়। কিন্তু এমন ভরা মৌসুমেও এবার গোয়ার অস্বাভাবিকভাবে জনশূন্য রাস্তাগুলোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক বেশ সাড়া ফেলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি শেয়ার করেছেন দীপিকা নারায়ণ ভরদ্বাজ নামে এক নারী। ভিডিওর ভূমিকায় তিনি লিখেছেন, ‘গোয়া প্রায় খালি। খুব কম পর্যটক এসেছে। এটি সরকারের জন্য একটি সতর্কবার্তা হওয়া উচিত। আশা করি, তারা পরিবহন নিয়ে বিশেষ কিছু করবে।’

তবে দীপিকার এই দাবি নিয়ে খুব দ্রুতই আলোচনা-সমালোচনা শুরু হয়ে যায়। শাজান স্যামুয়েল নামে আরেক এক্স ব্যবহারকারী দীপিকার মন্তব্যকে ‘ভুল তথ্য’ বলে আখ্যা দেন এবং লেখেন, ‘গোয়া পুরোপুরি ভরপুর।’

এর জবাবে গত ২৯ ডিসেম্বর আরেকটি ভিডিও শেয়ার করেন দীপিকা। এতে গোয়ার একটি প্রায় খালি বাজার দেখা যায়। দীপিকা লেখেন, ‘যারা আমাকে মিথ্যাবাদী বলছেন, তাদের জন্য। এটি গত রাতের ভিডিও, বছরের এই সময়টিতে এই রাস্তাগুলো সম্পূর্ণভাবে যানজটে ভরে থাকত।’

এক্স মাধ্যমে দীপিকার ভিডিওটি রিটুইট করে একজন লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না, এটি নতুন বছরের সময় গোয়া। মূলত লোকজন এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে যাচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘ভারতে মন্দির পর্যটন উন্নতি করছে, তবে বিনোদনের জন্য বিদেশ ভ্রমণই মানুষের পছন্দ।’

আরেকজন মন্তব্য করেন, ‘উচ্চ বিমানভাড়া, অস্বাভাবিক হোটেল খরচ এবং ট্যাক্সির চড়া রেটের কারণেই পর্যটকেরা এবার গোয়া এড়িয়ে চলছেন।’

এদিকে গত নভেম্বরে ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে গোয়ার পর্যটনের ভিন্ন ছবি উঠে এসেছিল। সে সময় ‘নোয়েসিস’ নামে একটি শীর্ষস্থানীয় হোটেল ইনভেস্টমেন্ট এবং অ্যাডভাইজরি ফার্ম বলেছিল—২০২৪ সাল গোয়া পর্যটনের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। ২০২৩ সালে শক্তিশালী পুনরুদ্ধারের ওপর ভিত্তি করে, দেশের অভ্যন্তরীণ পর্যটকদের সংখ্যা ৮৫ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া বিদেশি পর্যটকের সংখ্যা মহামারির আগের স্তর স্পর্শ করে ৫ লাখেরও বেশি হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন এবং ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন গোয়ার পর্যটন, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিকস এবং যোগাযোগ মন্ত্রী রোহান এ খাউন্তে। ইকোনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন, গোয়ায় পর্যটকদের অভিজ্ঞতা উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয় ট্যাক্সি অপারেটর এবং পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তা সমাধানের জন্য সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫

স্বামী ও ৬ সন্তান ফেলে ভিক্ষুকের সঙ্গে পালালেন নারী

আসাদ সরকারের পতনের পর দামেস্কে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারতে এইচএমপি ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫, সরকার বলছে চিন্তার কিছু নেই