হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মালিক বেজোসের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ না করায় ওয়াশিংটন পোস্টের কার্টুনিস্টের পদত্যাগ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৬: ৩৯
অ্যান টেলনেসের আঁকা সেই কার্টুন। ছবি: দ্য গার্ডিয়ান

জেফ বেজোসের একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ না করায় মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের পুলিৎজার পুরস্কারজয়ী কার্টুনিস্ট অ্যান টেলনেস পদত্যাগ করেছেন। তিনি পত্রিকাটির মালিক জেফ বেজোসসহ অন্য মিডিয়া ও প্রযুক্তি ব্যক্তিত্বদের নিয়ে একটি ব্যঙ্গাত্মক কার্টুন এঁকেছিলেন। যেখানে তাঁরা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতজানু হয়ে আছেন বলে দেখানো হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম সাবস্ট্যাকে শেয়ার করা এক অনলাইন পোস্টে অ্যান টেলনেস তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেন, ‘এযাবৎ আমি যত কার্টুন জমা দিয়েছে, সেগুলোর বিপরীতে আমি আমি সম্পাদকীয় প্রতিক্রিয়া পেয়েছি, গঠনমূলক আলোচনা করেছি, কখনো কখনো ভিন্নমতও হয়েছে। তবে কাউকে বা কোনো কিছুকে নির্দিষ্ট করে লক্ষ্যবস্তু করার কারণে আমার কার্টুন কখনো খারিজ হয়নি। কিন্তু এবার তা হয়েছে।’

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন পোস্টের মতামত সম্পাদক ডেভিড শিপলি টেলনেসের কার্টুন প্রকাশ না করার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন। তিনি বলেন, তিনি টেলনেস কার্টুনের বিষয়বস্তু নিয়ে যে ব্যাখ্যা দিয়েছেন, তার সঙ্গে একমত নন। শিপলি বলেন, ‘প্রত্যেক সম্পাদকীয় সিদ্ধান্ত কোনো অশুভ শক্তির প্রতিফলন নয়।’

শিপলি আরও জানিয়েছেন, তিনি টেলনেসের সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘আমরা এই বিষয়ে এরই মধ্যে একটি কলাম প্রকাশ করেছি এবং আরেকটি কলাম অপর একটি ব্যঙ্গাত্মক লেখার জন্য নির্ধারিত ছিল।’

টেলনেস তাঁর সাবস্ট্যাক অ্যাকাউন্টে সেই কার্টুনের একটি খসড়া প্রকাশ করেছেন। ওই কার্টুনে বেজোসের পাশাপাশি মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, লস অ্যাঞ্জেলেস টাইমসের মালিক প্যাট্রিক সুন-শিয়ং এবং ওয়াল্ট ডিজনি কোম্পানির মাসকট মিকি মাউসের কার্টুন চরিত্র দেখা যায়।

টেলনেস বলেন, ‘যারা ট্রাম্পের আনুকূল্য পেতে মরিয়া—এই কার্টুনটি সেসব প্রযুক্তি ও মিডিয়ার ধনীপ্রধান নির্বাহীদের সমালোচনা করে তৈরি করা। সম্পাদকীয় পৃষ্ঠার সম্পাদকেরা যদি মনে করেন যে, কোনো কার্টুনের ভিজুয়াল রূপক অস্পষ্ট বা কার্টুনিস্টের উদ্দেশ্য সঠিকভাবে প্রকাশ করছে না, তখন এ ধরনের আপত্তি করা অস্বাভাবিক নয়। তবে এই কার্টুনের ক্ষেত্রে তা হয়নি।’

তিনি আরও বলেন, ‘পরিষ্কারভাবে বলতে গেলে, এমন উদাহরণ আছে যেখানে স্কেচ প্রত্যাখ্যাত হয়েছে বা সংশোধনের অনুরোধ করা হয়েছে, তবে কার্টুনের অন্তর্নিহিত দৃষ্টিভঙ্গির কারণে কখনো তা হয়নি। এটি এক বড় পরিবর্তন এবং একটি মুক্ত সাংবাদিকতার জন্য বিপজ্জনক।’

টেলনেস তাঁর পদত্যাগের ঘোষণা দিয়েছেন এমন একটি সময়ে, যখন ওয়াশিংটন পোস্ট এবং বেজোস কঠোর সমালোচনার মুখে পড়েছেন। এই সংবাদমাধ্যমটি গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে কোনো সম্পাদকীয় প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছিল। একইভাবে, সুন-শিয়ংও লস অ্যাঞ্জেলেস টাইমসের সম্পাদকীয় বোর্ডকে হ্যারিসের সমর্থনে কোনো সম্পাদকীয় প্রকাশ করতে দেননি।

ভারতে এইচএমপি ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫, সরকার বলছে চিন্তার কিছু নেই

সাইবার হামলার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কড়া প্রতিক্রিয়া চীনের

হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ নিয়ে প্রশ্ন তুললেন বীণা সিক্রি

ব্রিকসের পূর্ণ সদস্য হলো ইন্দোনেশিয়া